দুর্গাপুর প্রতিনিধিঃ
রাজশাহীর দুর্গাপুর উপজেলার ৮ নং ওয়ার্ডের সুখানদিঘী গ্রামের মৃত আরব প্রামানিকের ছেলে আব্দুল খালেক।সে দীর্ঘদিন যাবৎ নিজেকে অনলাইন ৭১ বাংলা টিভির সাংবাদিক পরিচয় দিয়ে রাজশাহীর ভদ্রা এলাকার এক তরুনীর সাথে প্রেমের সম্পর্ক গড়ে তুলে।
স্থানীয়রা জানান, এই খালেক দূর্গাপুর থেকে প্রায় দিন সেই তরুনীর বাড়িতে আসা যাওয়া করত। বিভিন্ন জায়গায় তাদের এক সংগে দেখাও যেত। এরই ধারা বাহিকতায় সেই তরুনীর পরিবার থেকে তাকে বিয়ের জন্য জানালে খালেক কৌশলে কাল ক্ষেপন করছিলেন।
গত আগস্ট মাসে, এই খালেক সর্বশেষ বিয়ের কথা বলেছিল সেটির প্রমান ও রয়েছে সেই তরুনীর নিকট। সেই তরুনী জানান খালেক আমার সাথে প্রেমের প্রতারনা করেছে। আজ শুক্রবার ৪ সেপ্টেম্বর সেই তরুনী সকালে বিয়ের দাবিতে খালেকের বাড়িতে আসে। তবে তরুনী আসা মাত্রই প্রতারক খালেক সটকে পড়ে। খালেকের পরিবার সেই তরুনীর উপর নির্যাতন করেছে বলেও সেই তরুনীর পরিবারের অভিযোগ।
স্থানীয়রা জানান, এই খালেকের পরকীয়ার কারনে তার প্রতিবেশী নাজ মুলের একসন্তানের জননীর সংসার নষ্ট হয়েছে কিছুদিন পূর্বে। খবর নিয়ে জানাগেছে খালেক দুর্গাপুর উপজেলা যুবদলের একটি পদে রয়েছে। এ ছাড়াও খালেক দুর্গাপুর উপজেলায় নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে বেড়ালেও সে স্থানীয় বি এন পির ক্যাডার হিসেবে পরিচিত। জানতে চাইলে দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ খুরশীদা বানুকনা বলেন খালেকের এমন ঘটনা লোক মুখে শুনেছি লিখিত অভিযোগ পেলে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করা হব।




