সংবাদ সারাদেশসারাদেশ

৩৩ শিক্ষা প্রতিষ্ঠানের কেউ পাশ করেনি

সংবাদ চলমান ডেস্ক: জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষায় এবার শূন্যভাগ পাস করা শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা ৩৩টি। অর্থাৎ এসব শিক্ষা প্রতিষ্ঠান থেকে কেউই পাস করতে পারেনি।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বেলা পৌনে ১২টায় শিক্ষা মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেন, এবার শূন্যভাগ পাস করা শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা ৩৩টি। গতবছর এ সংখ্যা ছিল ৪৩টি। অর্থাৎ এবার ১০টি শূন্যভাগ পাস করা শিক্ষা প্রতিষ্ঠান কমেছে।

অন্যদিকে, এবার শতভাগ পাস করা শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা ৫ হাজার ২৪৩টি। শিক্ষামন্ত্রী বলেন, গতবার শতভাগ পাস করা শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা ছিল ৪ হাজার ৭৬৯টি। এবার বেড়েছে ৪৭৪টি।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button