সংবাদ সারাদেশসারাদেশ

স্ত্রীর ডাকে সারা দিয়ে প্রান গেল প্রবাসী জামাইয়ের

সিরাজগঞ্জ প্রতিনিধিঃ

সিরাজগঞ্জে শ্বশুর বাড়িতে জামাইকে শ্বাসরোধে হত্যার পর বাড়ির বাইরে আম গাছের ডালের সাথে গলায় রশি দিয়ে ঝুলিয়ে রাখার অভিযোগ উঠেছে । নিহত জামাইয়ের নাম সাইদুল ইসলাম (৩৫)।তিনি বারুপুর গ্রামের বেল্লাল হোসেনের ছেলে। এ ঘটনার পর শ্বশুরবাড়ির লোকজনকে পাওয়া যায়নি।

আজ (১৮ আগস্ট) বৃহস্পতিবার ভোররাতে সিরাজগঞ্জের এনায়েতপুরের ভাঙ্গাবাড়িতে এই ঘটনা ঘটে।

নিহত সাইদুল ইসলামের চাচী চাম্পা খাতুন সাইদুল ইসলামের স্ত্রী ও শ্বশুরবাড়ির লোকজনের উপর অভিযোগ করে জানান, প্রায় ১২ বছর আগে এনায়েতপুর থানার বারুপুরের হোসেনের ছেলে তেল ব্যবসায়ী সাইদুল এর সাথে ভাঙ্গাবাড়ী গ্রামের রায়হান আলীর মেয়ে ফতেমা খাতুনের বিয়ে হয়। ৬ বছরের সংসার জীবনে দুই সন্তান জন্মের পর সাইদুল মালয়েশিয়া চলে যায়। এরপর ফতেমা বাবার বাড়িতে থাকতে শুরু করে। একপর্যায়ে ফাতেমা পরকীয়ায় আসক্ত হয়।সেই কারণে তাদের মধ্যে বিবাহ বিচ্ছেদের ঘটনা ঘটে ।

এরপর গত কোরবানি ঈদের আগে সাইদুল দেশে ফিরলে তারা আবার নতুন করে সংসার শুরু করে।তারপর থেকে শ্বশুর বাড়িতেই থাকে সাইদুল । তবে পারিবারিক কলহ অব্যাহত থাকে। গত বুধবার রাতে এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে আবারো বিবাদ শুরু হয়। একপর্যায়ে ফতেমা খাতুন বাড়ির লোকজন মিলে সাইদুলকে শ্বাসরোধে হত্যার পর বৃহস্পতিবার ভোররাতে বাড়ির বাইরে আম গাছের ডালের সাথে গলায় রশি দিয়ে ঝুলিয়ে রাখে। খবর পেয়ে পুলিশ এসে লাশ উদ্ধার করে।

এই ব্যাপারে আরও জানতে চাইলে, এনায়েতপুর থানার ওসি আনিসুর রহমান জানান, আমরা ঘটনাটি জানতে পেরে লাশ উদ্ধার করে সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর এই হত্যার আসল রহস্য জানা যাবে বলেও জানান তিনি।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button