সংবাদ সারাদেশ

সৌদির সঙ্গে মিল রেখে দেশের কয়েকটি জেলাই ঈদ পালিত হচ্ছে আজ

সংবাদ চলমান ডেস্কঃ

বাংলাদেশের কয়েকটি জেলার মানুষ সৌদি আরবের সঙ্গে মিল রেখে  ঈদ করছেন আজ।চাঁদপুর, নোয়াখালী, লক্ষ্মীপুর, ভোলা, বরিশাল, পটুয়াখালী, বরগুনা, শরীয়তপুর ও চট্টগ্রাম জেলার অসংখ্য গ্রামে পবিত্র ঈদুল আজহা পালিত হচ্ছে আজ।

এর মধ্যে চাঁদপুরের ৪০ গ্রামের কয়েক লাখ মানুষ ঈদের নামাজ সম্পন্ন করেছেন। হাজীগঞ্জ উপজেলার সাদ্রা গ্রামের পীর বাড়ির সাদ্রা সিনিয়র মাদরাসার অধ্যক্ষ মাওলানা মো. আবু বকর ছিদ্দিক বিষয়টি নিশ্চিত করে বলেন, আজ শুক্রবার সৌদি আরবে ঈদ। তাই সাদ্রাসহ চাঁদপুরের ৪০ গ্রামে প্রতি বছরের মতো এবারো ঈদুল আজহা অনুষ্ঠিত হচ্ছে।

সাদ্রা দরবার শরীফের বর্তমান পীর মাওলানা আবু জোফার আব্দুল হাই জানান, দরবারের তৎকালীন পীর মাওলানা ইসহাক আরব দেশগুলোর সঙ্গে মিল রেখে আগাম রোজা রাখাসহ দুই ঈদ পালনের নিয়ম চালু করেন। হাজীগঞ্জ উপজেলার সাদ্রা গ্রামে ১৯২৮ সাল থেকে একদিন আগে এই প্রথা চালু করলেও এখন ৪০টি গ্রামের কয়েক লাখ মানুষ একদিন আগে ঈদ উদযাপন করে আসছে।

সাদ্রা ছাড়াও জেলার ৪০টি গ্রামের গ্রামের মানুষ একদিন আগে ঈদসহ অন্যান্য ধর্মীয় অনুষ্ঠান উদযাপন করেন। এরমধ্যে অন্যতম- হাজীগঞ্জ উপজেলার বলাখাল, শ্রীপুর, মনিহার, বরকুল, অলীপুর, বেলচোঁ, রাজারগাঁও, জাকনি, কালচোঁ, মেনাপুর, ফরিদগঞ্জ উপজেলার শাচনমেঘ, খিলা, উভারামপুর, পাইকপাড়া, বিঘা, উটতলী, বালিথুবা, শোল্লা, রূপসা, গোয়ালভাওর, কড়ইতলী, নয়ারহাট, মতলবের মহনপুর।

 

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button