সংবাদ সারাদেশ

সিলেটে প্রায় ১০ কোটি ৭৬ লাখ টাকার মাদক ধ্বংস করেছে বিজিবি

সিলেট প্রতিনিধিঃ

সিলেটে প্রায় ১০ কোটি ৭৬ লাখ টাকার মাদক ধ্বংস করেছে বিজিবি। আজ মঙ্গলবার দুপুরে বিজিবি ১৯ ব্যাটালিয়নের বাস্কেটবল গ্রাউন্ডে এ মাদকদ্রব্য ধ্বংস করা হয়।

মাদকদ্রব্য ধ্বংসকরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজিবি-১৯ এর আঞ্চলিক কমাণ্ডার এ বি এম নওরোজ এহসান, বিএসসি, পিএসসি। এসময় বিভিন্ন সময়ে আটক মদের বোতল দিয়ে ‘মাদককে না বলুন’ লিখা হয়। পরে  সেগুলো রুলার দিয়ে  ধ্বংস করা হয়।

তিনি মাদক পাচার রোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সবার সহযোগিতা কামনা করেন তিনি। তিনি আরও বলেন, যে পরিমাণ মাদক জব্দ ও উদ্ধার করা হয়েছে তার চেয়ে কয়েকগুণ বেশি মাদক সমাজে ছড়িয়ে পড়েছে।

সংশ্লিষ্টরা জানান,  ২০১৯ সালের ১৭ ডিসেম্বর থেকে ২০২১ সালের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত জকিগঞ্জ সীমান্তের বিভিন্ন এলাকা থেকে এগুলো উদ্ধার ও আটক করা হয়। এর মধ্যে রয়েছে বিভিন্ন ব্র্যান্ডের মদ, গাজা, ফেনসিডিল, ভারতীয় বিড়ি ও বিপুল পরিমাণ ইয়াবা।

অনুষ্ঠানে বিজিবি, জেলা প্রশাসন, মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরসহ সংশ্লিষ্ট কর্মকরতারা সকলেই উপস্থিত ছিলেন।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button