সংবাদ সারাদেশ

সরিষাবাড়ীতে  চেয়ারম্যানের কব্জায়  ভিজিডি কার্ড, চাল বিতরণে অনিয়ম

বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল আজিজ, সরিষাবাড়ীঃ

“শেখ হাসিনার বাংলাদেশ, ক্ষুধা হবে নিরুদ্দেশ” ৩০ কেজি চাউলের বস্তায় এমন শ্লোগান লেখা থাকলেও তার বাস্তবায়ন হচ্ছে না জামালপুরের সরিষাবাড়ী উপজেলার ১নং সাতপোয় ইউনিয়ন পরিষদে। 

সরেজমিনে দেখা গেছে, উপকারভোগীদের কাছ থেকে ভিজিডি চাউলের ৩০ কেজি ওজনের বস্তা কিনছেন কয়েকজন ব্যবসায়ী। পরে পরিষদ থেকে বাইরে এনে বস্তা বদল করে প্লাস্টিকের বস্তায় করে অন্যত্র নেয়া হচ্ছে। এখানে  খোলামেলা ও বাধাহীনভাবেই ভিজিডির এসব চাল বেচাকেনা হচ্ছে। এমন চিত্রটি দেখা যাচ্ছে, সাতপোয়া ইউনিয়ন পরিষদে।  

জানা যায়, উপজেলার ১নং সাতপোয়া ইউনিয়নের ২শ ৯৪ জন ভিজিডি উপকারভোগীদের জুলাই ও আগষ্ট মাসের জন‌্য বরাদ্ধকৃত সরকারী চাল ‍গত ৮ সেপ্টেম্বর বিতরণ করা হয়। বিতরণে উপকারভোগীদের তালিকায় স্বাক্ষর ও টিপসহি না নিয়ে ১শ ৯০ জনের মধ্যে চাউল বিতরণের অভিযোগ তুলেছে স্থানীয় এলাকাবাসী। এ সময় এলাকাবাসী চেয়ারম্যানের বিরুদ্ধে ওইসব কার্ড বেপারীদের কাছে বিক্রিরও অভিযোগ তুলেছেন।

নাম প্রকাশ্যে অনিচ্ছুক এলাকাবাসী  বলেন, দাখিলকৃত মাষ্টার রোলের স্বাক্ষর বা টিপসহি  উপকারভোগীদের নয় বলে। এ ক্ষেত্রে উপকার ভোগীদের স্বাক্ষর মিলালে প্রকৃত রহস্য বেরিয়ে আসবে। 

এ বিষয়ে সাতপোয়া ইউপি চেয়ারম্যান আবু তাহের এর কক্ষে প্রবেশ করলে দেখা গেল তিনি চেয়ারে গা ভাসিয়ে ধুমপান করছেন।ঐ অবস্থায় বসে  আমাদের এক প্রশ্নের জবাবে তিনি জানান,কার্ড বিক্রির অভিযোগ অস্বীকার করে বলেন, উপকারভোগীদের চাল বুঝিয়ে দেওয়া হলেও  মাস্টার রোলে স্বাক্ষর ও টিপসহি পরবতী সময়ে গ্রহন করা হবে । এবিষয়ে তদারকি কর্মকর্তা ও পরিদর্শক পাট আওরংগজেব জানান, ২শত ৯৪ জন উপকারভোগীদের মধ্যে ১শত ৯০ জনের মাঝে চাল বিতরণ করা হয়েছে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন মাষ্টার রোল আছে । দেখতে চাইলে, টিপসহি ও স্বাক্ষর বিহীন মাষ্টার রোল ফরম এনে দেন। স্বাক্ষর নাই কেন? জানতে চাইলে পরে স্বাক্ষর নেয়া হবে বলে জানান।

এ বিষয়ে সরিষাবাড়ী উপজেলা খাদ্য সহায়তা কমিটির সভাপতি ও নির্বাহী কর্মকর্তা উপমা ফারিসা মুঠোফোনে বলেন, এ বিষয়টি আমি দেখছি।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button