নাটোররাজশাহীসংবাদ সারাদেশসারাদেশ

লালপুরের ৭১এ নির্যাতিতা সোহাগী বেগমের ইন্তেকাল

মনজুরুল ইসলাম নাটোর প্রতিনিধিঃ

১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে পাকিস্তানি সেনাদের অবর্ণনীয় নির্যাতনে শিকার নাটোরের লালপুরের সোহাগী বেগম (৬৩) ইন্তেকাল করেছেন(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

সোমবার দুপুরে উপজেলার গোপালপুর পৌরসভা এলাকার মধুবাড়ী গুচ্ছ গ্রামে তাঁর নিজস্ব বাস ভবনে তিনি ইন্তেকাল করেন। তিনি মৃত্যুকালে দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। সোমবার বাদ আসর পৌরসভা কেন্দ্রীয় ঈদগাহ মাঠে জানাযা শেষে স্থানীয় কবরস্থানে তাঁর মরদেহ দাফন সম্পন্ন করা হয়েছে বলে জানা গেছে।

১৯৭১ সালে পাকিস্তানের সেনাদের অবর্ণনীয় নির্যাতনে শিকার সোহাগী বেগম মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি না পেয়ে বুক ভরা দুঃখ ও কষ্ট নিয়ে মানুষের দ্বারে দ্বারে ভিক্ষা করে জীবিকা নির্বাহ করতেন তিনি। মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত তিনি ভিক্ষা করছিলো। ৩ জানুয়ারি দুপুরে ভিক্ষা করে সোহাগী বেগম তাঁর বাড়ীতে ফিরে মারা যায়।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button