সংবাদ সারাদেশ

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ২২ মাদকসেবীর কারাদণ্ড

সংবাদ চলমান ডেস্ক:

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২২ মাদকসেবীকে কারাদণ্ড দেওয়া হয়েছে। গতকাল সোমবার রাত ১১ টার দিকে ভৈরব র‌্যাব সদস্যদের সহযোগিতায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিনা আক্তার রেইনা।

উপজেলা প্রশাসন জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাতে পৌর শহরের মসজিদ পাড়া সুইপার কলোনিতে মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়। এ সময় দেশীয় ৫ হাজার লিটার চোলাই মদ নিজ হেফাজতে রাখার দায়ে ব্যবসায়ীসহ ২২ মাদকসেবীকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে প্রত্যেককে ছয় মাসের কারাদণ্ড ও ১ হাজার টাকা জরিমানা করা হয়। অনাদায়ে আরো ৭ দিনের কারাদণ্ড প্রদান করা হয়।

আখাউড়ার ইউএনও তাহমিনা আক্তার রেইনা বলেন, উপজেলা প্রশাসনের মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে। যেকোনো মূল্যে মাদক নির্মূল করা হবে।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button