সংবাদ সারাদেশসারাদেশ

প্রবৃদ্ধির হারে এশিয়ায় শীর্ষে থাকবে বাংলাদেশ

সংবাদ চলমান ডেস্ক : এ বছর প্রবৃদ্ধির হারে এশিয়ায় সবার ওপর থাকবে বাংলাদেশ। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রভাবশালী ফোর্বস ম্যাগাজিন এই পূর্বাভাস দিয়েছে।

মার্কিন এই সাময়িকীর এক প্রতিবেদনে বলা হয়েছে, তৈরি পোশাক খাত, স্বল্প মজুরির টেক্সটাইল খাত ও জুতা শিল্পে বিদেশি বিনিয়োগ বাড়তে থাকার কারণে ২০২০ সালে বাংলাদেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) হার ৮ শতাংশ হবে। ২০১১ সালের পর থেকে বাংলাদেশের প্রবৃদ্ধি প্রতি বছর কমপক্ষে ৬ শতাংশ ছিল।

এশীয় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের বাজার গবেষণা প্রতিষ্ঠান আইএইচএস মারকিটের প্রধান অর্থনীতিবিদ রাজীব বিশ্বাস বলছেন, বাংলাদেশে পোশাক শিল্পের শ্রমিকদের মাসিক গড় মজুরি ১০১ মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় সাড়ে ৮ হাজার টাকা। এই স্বল্প মজুরির কারণে বাংলাদেশে প্রচুর বিদেশি বিনিয়োগ আসছে।

রাজীব বিশ্বাস বলেন, অভ্যন্তরীণ চাহিদা এবং উন্নত জীবন মানের কারণে দক্ষিণ এশিয়ার দেশগুলোতে প্রবৃদ্ধির হার বাড়ছে।

স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে ফোর্বস বলছে, ব্যবসা সহজ হওয়ায় বাংলাদেশে ২০১৯ সালের প্রথমার্ধে সরাসরি বিদেশি বিনিয়োগ সাড়ে ১৯ শতাংশ বেড়ে ১ দশমিক ৭ বিলিয়নে পৌঁছেছে।

যুক্তরাষ্ট্র-চীনের বাণিজ্যযুদ্ধের কারণে বৈশ্বিক আমদানি-রপ্তানি ধীরগতির হয়ে পড়েছে। ঠিক তখনই এশিয়ার উন্নয়নশীল দেশগুলো অর্থনীতিতে আশার আলো দেখছে। ২০২০ সালে বৈশ্বিক মোট দেশজ উৎপাদন (জিডিপি) প্রবৃদ্ধির ৫০ শতাংশ এশিয়া থেকে আসবে বলেও জানিয়েছে ফোর্বস। কিন্তু এ অঞ্চলের অর্থনৈতিক প্রবৃদ্ধির পূর্বাভাস কমানোর কথা বলছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)।

ম্যানিলাভিত্তিক ৪৫টি দেশের ব্যাংকটি জানিয়েছে, ২০২০ সালে এশিয়ায় জিডিপির প্রবৃদ্ধি সাড়ে ৫ শতাংশ হতে পারে। তবে এক্ষেত্রে ব্যতিক্রম হবে বাংলাদেশ, ভিয়েতনাম, তাজিকিস্তান, কম্বোডিয়া ও মিয়ানমারের অর্থনৈতিক প্রবৃদ্ধি। চলতি বছর প্রবৃদ্ধির হারে এশিয়ায় সবার ওপর থাকতে পারে বাংলাদেশ।

ফোর্বস বলছে, বাংলাদেশের পরে এশিয়ায় দ্বিতীয় সর্বোচ্চ প্রবৃদ্ধি হতে পারে ভারতের। এ বছর ভারতের প্রবৃদ্ধি ৭ দশমিক ২ শতাংশ হতে পারে।

এছাড়া এশিয়ার অন্য উন্নয়নশীল অর্থনীতির দেশগুলোর প্রবৃদ্ধি ৬ শতাংশের ওপর থাকবে বলে পূর্বাভাস দিয়েছে এডিবি।

এডিবির পূর্বাভাস অনুযায়ী, চলতি বছর মিয়ানমারের প্রবৃদ্ধি ৬ দশমিক ৮ শতাংশ, তাজিকিস্তানের প্রবৃদ্ধি ৭ শতাংশ, কম্বোডিয়ার প্রবৃদ্ধি ৬ দশমিক ৮ শতাংশ হতে পারে, ভিয়েতনামের প্রবৃদ্ধি ৬ দশমিক ৭ শতাংশ, নেপালের প্রবৃদ্ধি ৬ শতাংশের বেশি, মালদ্বীপের ৬ দশমিক ৩ শতাংশের বেশি, লাওস এবং ফিলিপাইনের ৬ দশমিক ২ ও মঙ্গোলিয়ার ৬ দশমিক ১ শতাংশ হবে

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button