সংবাদ সারাদেশ

পিরোজপুরে জামাইকে হত্যার দায়ে শ্বশুরের ফাঁসি

পিরোজপুর প্রতিনিধিঃ

পারিবারিক কলহের জেরে পিরোজপুরের ইন্দুরকানীতে জামাইকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যার দায়ে শ্বশুরের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত।

সোমবার (৮ ফেব্রুয়ারি) পিরোজপুর জেলা ও দায়রা জজ মো. মহিদুজ্জামান শ্বশুর হাসিবুল ইসলাম ওরফে কাঞ্চনকে ফাঁসির আদেশ দেন। এছাড়াও আদালত তাকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন।

জানা গেছে, ২০১৮ সালের ১ নভেম্বর পারিবারিক কলহের জের ধরে উপজেলার চন্ডিপুর বাজারের মজনুর মিষ্টির দোকানের সামনে খোলপটুয়া গ্রামের চাচাত ভাইয়ের মেয়ে জামাই চরবলেশ্বর গ্রামের মো. রেজাউল করিম রিপনকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করেন কাঞ্চন বেপারী।

নিহত রেজাউল উপজেলার কলারণ চন্ডিপুর টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের নিম্নমান সহকারী ছিলেন। ওই দিন রাতে নিহত রেজাউল করীমের স্ত্রী নাসরিন আকতার বাদী হয়ে ঘাতক কাঞ্চনকে আসামি করে ইন্দুরকানী থানায় হত্যা মামলা দায়ের করেন।

পরে ইন্দুরকানী থানা পুলিশ তদন্ত শেষে ২০১৯ সালের ১৬ মার্চ আদালতে একজনের বিরুদ্ধে চার্জশিট দেন। ফাঁসির রায়ে মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই শফিকুল ইসলাম সন্তোস প্রকাশ করেছেন।

নিহত রেজাউলের স্ত্রী নাসরিন আকতার বলেন, আমার স্বামীর হত্যাকারীর ফাঁসি হোক এটাই আমি চাই ।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button