সংবাদ সারাদেশ

দেশে সর্বোচ্চ করোনা রোগী শনাক্ত হলো গত তিন মাসের মধ্যে

সংবাদ চলমান ডেস্কঃ

গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস সংক্রমণে দেশে দৈনিক আক্রান্তের হিসেবে গত তিন মাসের মধ্যে সর্বোচ্চ সংক্রমণ হয়েছে।

এ সময়ে দুই হাজার ১৮৭ জনের দেহে করোনা শনাক্ত করা হয়েছে। এখন পর্যন্ত দেশে মোট শনাক্ত হলো ৫ লাখ ৬৪ হাজার ৯৩৯ জন করোনা রোগী। এদিকে গতকাল আক্রান্ত হয়েছিল ১ হাজার ৮৬৫ জন।

এছাড়া দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮ হাজার ৬২৪ জনে। গতকাল মৃত্যু হয়েছিল ১১ জনের।বৃহস্পতিবার (১৮ মার্চ) বিকেলে করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

দেশে করোনাভাইরাসে সংক্রমিত (কোভিড-১৯) প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। তার ১০ দিন পর ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় ২০ হাজার ৯২৫টি নমুনা পরীক্ষা করা হয়।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button