সংবাদ সারাদেশসারাদেশ

ঢাকা থেকে বাসেই যাওয়া যাবে দার্জিলিং সিকিম

সংবাদ চলমান ডেস্ক:
ঢাকা থেকে বাসেই যাওয়া যাবে দার্জিলিং ও সিকিম। এই প্রথমবার বাসরুটে যাত্রার সুযোগ পাবেন দুই বাংলার পর্যটকরা। আগামী ১২ ডিসেম্বর থেকে ভারত-বাংলাদেশ এই নতুন রুটে বাস চলাচল শুরু হতে চলেছে।

সড়কপথে ঢাকা থেকে শিলিগুড়ির দূরত্ব ৫২০ কিলোমিটার। শিলিগুড়ি থেকে গ্যাংটকের দূরত্ব আরও ১২০ কিলোমিটার (প্রায়)। সমদূরত্বে রয়েছে দার্জিলিংও।

ইন্ডিয়া টাইমস এক খবরে জানায়, ১২ ডিসেম্বর বাংলাদেশের সীমানা পেরিয়ে প্রথমে শিলিগুড়ি পৌঁছবে ট্রায়াল বাসগুলি। রাতে সেখানে বিরতির (সম্ভবত বিকল্প ছোট বাসে) পর ১৩ ডিসেম্বর রওনা দেবে দার্জিলিং।

১৪ ডিসেম্বর থেকে পাহাড়ি পথে সিকিমের রাজধানী গ্যাংটকে পৌঁছবে বাস। পরদিন গ্যাংকটে কাটিয়ে ১৬ ডিসেম্বর ফের ঢাকার পথে রওনা দেবে। ট্রায়াল-বাসে থাকবেন দুই দেশের সংশ্লিষ্ট মন্ত্রকের কর্তারা।

প্রসঙ্গত, ২০১৮ পর্যন্ত সিকিমে যেতে পারতেন না বাংলাদেশি পর্যটকরা। চলতি বছর থেকেই বাংলাদেশি পর্যটকদের জন্য চালু করা হয়েছে গ্যাংটক যাওয়ার সুযোগ।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button