সংবাদ সারাদেশসারাদেশ

গুলিতে আহত হয়ে বাংলাদেশে আসা ভারতীয় যুবক মিলন মিয়াকে চিকিৎসা শেষে বিএসএফের কাছে হস্তান্তর করে বিজিবি

কুড়িগ্রাম প্রতিনিধিঃ

গুলিতে আহত হয়ে বাংলাদেশে আসা ভারতীয় যুবক মিলন মিয়াকে চিকিৎসা শেষে বিএসএফের কাছে হস্তান্তর করেছে বিজিবি।

রোববার সন্ধ্যায় কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার অনন্তপুর সীমান্তের ৯৪৬/৩ এস সাব-পিলার সংলগ্ন ভারতীয় অভ্যন্তরে বিজিবি-বিএসএফের পতাকা বৈঠকের মাধ্যমে তাকে হস্তান্তর করা হয়।পতাকা বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের কাশিপুর কোম্পানি কমান্ডার ইকবাল হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন অনন্তপুর বিওপির নায়েক সুবেদার মমতাজ উদ্দিন, ফুলবাড়ী থানার ওসি রাজবি কুমার রায় ও নাগেশ্বরী থানার ওসি রওশন কবির।বিএসএফের পক্ষে নেতৃত্ব দেন ১৯২ ব্যাটালিয়নের এসি জিতীশ কুমার। এ সময় ভারতীয় ঝিকরী ক্যাম্পের বিএসএফ সদস্যরা উপস্থিত ছিলেন।আহত মিলন ভারতের কুচবিহার জেলার সাহেবগঞ্জ থানার চৌধুরীহাট মাইদালের কুটি গ্রামের জগু আলমের ছেলে।শনিবার বাংলাদেশের অনন্তপুর সীমান্তের আন্তর্জাতিক সীমানা পিলার ৯৪৬ এর ৪ এস সাব-পিলারের উল্টো দিকে ভারতের ৭০ গজ অভ্যন্তরে চোরাকারবারীদের লক্ষ্য করে গুলি চালায় জিকরী বিওপির বিএসএফের টহল দল।

এতে আহত হন মিলন। পরে তিনি পালিয়ে বাংলাদেশের নাগেশ্বরী উপজেলার ভিতরবন্দ ইউনিয়নের দোয়ালিপাড়া এলাকায় নিজের নানার বাড়িতে আসেন। এরপর তাকে দোয়ালিপাড়া এলাকার একটি শুষ্ক ডোবা থেকে আটক করে হাসপাতালে ভর্তি করে নাগেশ্বরী থানা পুলিশ।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button