সংবাদ সারাদেশসারাদেশ

কলাবাগান ক্রীড়াচক্রের সভাপতির বিরুদ্ধে দুদকের মামলা

সংবাদ চলমান ডেস্ক:
কলাবাগান ক্রীড়াচক্রের সভাপতি ও কৃষক লীগ নেতা শফিকুল আলম ফিরোজের ২ কোটি ৬৮ লাখ ২ হাজার টাকার অবৈধ সম্পদের তথ্য পেয়ে তার বিরুদ্ধে মামলা করেছে দুদক।

বুধবার (৩০ অক্টোবর) সংস্থাটির ঢাকা-১ সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সাইফুল ইসলাম মামলাটি করেন।

দুদকের উপপরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার এজাহারে বলা হয়, শফিকুল আলম ফিরোজের ১ কোটি ৪০ লাখ ৪৩ হাজার ৪৭০ টাকার স্থাবর সম্পদ হিসেবে অকৃষি সম্পত্তি অর্জন করেছেন বলে আয়কর নথিতে তথ্য দিয়েছেন। অনুসন্ধানে এই সম্পদের পরিমাণ আরও বেশি বলে দুদক মনে করছে। এ ছাড়া তিনি ওই সম্পদ অর্জনের সুনির্দিষ্ট কোনো উৎস দেখাতে পারেননি।

এছাড়া দুদকের অনুসন্ধানে ধানমন্ডি ক্লাবের সভাপতি হওয়ার জন্য ফিরোজ ৬০ লাখ টাকা দিয়েছেন বলে জানা গেছে। তার স্ত্রীর নামে ধানমন্ডিতে দুটি বিলাসবহুল ফ্ল্যাট থাকার তথ্যও পেয়েছে দুদক।

দুদক বলছে, দেশে-বিদেশে শফিকুলের বিপুল সম্পদের তথ্য পাওয়া গেছে। সুনির্দিষ্ট তথ্য পাওয়ার পর তদন্তের সময় সেগুলো আমলে নেওয়া হবে।

এর আগে ২০ সেপ্টেম্বর কলাবাগান ক্রীড়া চক্রে অভিযান চালিয়ে শফিকুল আলম ফিরোজকে আটক করে র‍্যাব। তার বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে দুটি মামলা করে র‍্যাব।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button