সংবাদ সারাদেশ

অমর একুশে কলাগাছই একমাত্র ভরসা লক্ষ্মীপুরের শিক্ষার্থীদের

লক্ষ্মীপুর প্রতিনিধিঃ

লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চর আফজল গ্রামে একাধিক শিক্ষাপ্রতিষ্ঠান থাকলেও নেই কোনো শহিদ মিনার। ফলে ভাষা শহিদ দিবসে শহিদদের প্রতি শ্রদ্ধা জানাতে বিকল্প পথ বেছে নেন এখানকার সব বয়সী মানুষ। কলাগাছ দিয়ে শহিদ মিনার বানান তরুণ-কিশোররা। পরে সেই মিনারে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন তারা। আর একুশে ফেব্রুয়ারিতে কলাগাছই তাদের একমাত্র ভরসা।

আর এভাবেই একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে ফুল দিয়ে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চর আফজল গ্রামের শিক্ষার্থীরা। অস্থায়ী এ কলাগাছের শহিদ মিনারটি বানানো হয় চর রমিজ ইউনিয়নের আদর্শপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে।

জানা গেছে, এ গ্রামের আশপাশের কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে শহিদ মিনার নেই। ফলে মাতৃভাষা ও শহিদ দিবস এলে শহিদদের প্রতি শ্রদ্ধা জানাতে পারছেন না এ গ্রামের কোনো শিক্ষার্থী কিংবা বিভিন্ন বয়সের মানুষ। তাই কলাগাছ দিয়ে বানানো হয় শহিদ মিনার ।এবার চারজন মিলে সাতটি কলাগাছ দিয়ে শহিদ মিনার বানিয়েছেন। তিনটি মিনার তৈরি করে সাদা কাপড় জড়িয়ে সৌন্দর্য বাড়ানো হয়। মাঝখানের মিনারটি দেশের পতাকা জড়িয়ে দেওয়া হয়েছে। চারপাশে সুতার মধ্যে রঙিন কাগজ দিয়ে সাজানো হয়েছে শহিদ মিনার এলাকা। রাতে শহিদ মিনারটি আলোকিত করতে বৈদ্যুতিক বাতির ব্যবস্থাও করা হয় সেখানে।

উদ্যোক্তারা হলেন- রামগতি আ স ম আবদুর রব কলেজের বিএসএসের ছাত্র মো. শেখ রাসেল, কলেজছাত্র কামরুল হাসান শাকিব, স্থানীয় বাসিন্দা আবদুল জলিল ও তামজিদ হোসেন।এসব শিক্ষার্থীদের দাবি, বিদ্যালয় মাঠে যেন প্রশাসনের উদ্যোগে একটি শহিদ মিনার বানানো হয়।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button