সংবাদ সারাদেশ

অবশেষে শিশু শাকিল হত্যা মামলায় ২ জনের ফাঁসি

শরীয়তপুর প্রতিনিধিঃ

অবশেষে শরীয়তপুরের শিশু মো. শাকিল মাদবর নামের এক শিক্ষার্থীকে হত্যা মামলায় দুইজনকে ফাঁসির রায় দিয়েছে আদালত। এছাড়া আদালত এই মামলায় আরো চার আসামিকে খালাস প্রদান করেন।

১২ এপ্রিল মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক আব্দুস সালাম খান এ আদেশ দেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন শাকিব ওরফে বাবু ও ইমরান মোড়ল।

এই বিষয়টি নিশ্চিত করেছেন, রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট ফিরোজ আহমেদ।

মো. শাকিল মাদবর জাজিরা উপজেলার পূর্ব নাওডোবা হাজী কালাই মোড়ল কান্দির এলাকার সালাম মাদবরের বড় ছেলে। সে অ্যাম্বিশন কিন্ডার গার্টেন অ্যান্ড হাইস্কুলের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিল।

এই বিষয়ে জানতে চাইলে, বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মিলন রহমান মুরাদ বলেন, আসামি ইমরান মোড়লের যে রায় হয়েছে, তা সম্পূর্ণ তার প্রতি অবিচার করা হয়েছে। যখন এই মামলায় ১৬৪ ধারা জবানবন্দি দিয়েছিল, তাতে সে কোথাও বলেনি যে সে এই হত্যার সঙ্গে জড়িত ছিল। আমরা ন্যায় বিচারের জন্য উচ্চ আদালতে যাবো।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button