রাজশাহীরাজশাহী সংবাদরাজশাহী সংবাদ

হিমেলের মায়ের ব্যাংক একাউন্টে দেওয়া হবে ৫ লক্ষ টাকা

নিজস্ব প্রতিবেদকঃ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের শেষ বর্ষের শিক্ষার্থী ও রাবি ড্রামা অ্যাসোসিয়েশন (রুডা) সাধারণ সম্পাদক মাহমুদ হাবিব হিমেলের মৃত্যুর ক্ষতিপূরণ প্রসঙ্গে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার বলেন, ক্ষতিপূরণ নিয়ে হিমেলের মায়ের সঙ্গে কথা বলেছি। আমার জায়গা থেকে ৫ লাখ টাকার বেশি ক্ষতিপূরণ দেওয়া সম্ভব না।

বিশ্ববিদ্যালয়ের বিধিমালা অনুযায়ী এই ক্ষতিপূরণ আমরা দিতে পারবো। আজকের মধ্যই হিমেলের মায়ের ব্যাংক একাউনদ্ধইএই ৫ লাখ টাকা জমা করে দেয়া হবে। এটা বিষয় নিয়ে আজ আমরা শিক্ষকদের সঙ্গে বসবো।

আজ বুধবার (২ ফেব্রুয়ারি) ১১টার দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে ট্রাকচাপায় নিহত হিমেলের জানাজা শেষে উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার ক্ষতিপূরণের বিষয়ে এই কথা বলেন। পরে তার লাশ নাটোরের কাপুড়িয়াপট্টি মামার বাড়িতে নিয়ে যাওয়া হয়।

সেখানে নববিধান উচ্চ বালিকা বিদ্যালয়ে তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। উল্লেখ্য, গত মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টা দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ হবিবুর রহমান হলের সামনের রাস্তায় ট্রাকচাপায় মাহমুদ হাবিব হিমেল নিহত হয়। তিনি বিশ্ববিদ্যালয়ের গ্রাফিক্স ডিজাইন, কারুশিল্প ও শিল্পকলার ইতিহাস বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী।ও বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় সাংস্কৃতিক জোটের দপ্তর সম্পাদক ছিলেন।সেই তার পরিবারের একমাত্র সন্তান ছিলেন। হিমেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেওয়ার আগে মারা যান তার বাবা।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button