রাজশাহীরাজশাহী সংবাদ

রাজশাহী এ্যাডভোকেট বার এসোসিয়েশন এর বিরুদ্ধে শিক্ষানবীশ এ্যাডভোটদের টাকা আত্মসাতের অভিযোগ

রাজশাহী এ্যাডভোকেট বার এসোসিয়েশন এর বিরুদ্ধে শিক্ষানবীশ এ্যাডভোটদের টাকা আত্মসাতের অভিযোগ

আদালত প্রতিবেদকঃ
রাজশাহী এ্যাডভোকেট বার এসোসিয়েশনের বিরুদ্ধে নবীন শিক্ষানবীশ এ্যাডভোকেটদের আইডি কার্ড ও মেরুন রং এর টাই এর টাকা আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে।
অভিযোগ সুত্রে জানা যায়, রাজশাহী এ্যাডভোকেট বার এসোসিয়েশন প্রায় ৪ শত থেকে ৪ শত ছিয়াশি জন শিক্ষানবীশ এ্যাডভোটদের কাছ থেকে আইডি কার্ড ও মেরুন রং এর টাই দিয়ে রশিদেও মাধ্যমে ৪শ টাকা থেকে ৫শত টাকা করে গ্রহন করেন। কিন্তু হঠাৎ করে গত, ৮ আগস্ট শৃংখলা ষ্ট্যান্ডিং কমিটির সহ-সভাপতি ও আহবায়ক সুনির্মল সাহা একটি স্বাক্ষরিত নোটিশের মাধ্যমে সকল শিক্ষানবীশ এ্যাডভোটদের আইডি কার্ড ও মেরুন রং এর টাই ফেরতের নির্দেশ প্রদান করেন। সেই মোতাবেক নবীন শিক্ষানবীশ এ্যাডভোকেটেরা আইডি কার্ড ও মেরুন রং এর টাই ফেরত প্রদান করলেও তাদের কাছ থেকে গ্রহন করা টাকা ফেরত প্রদান করেন নাই। তাদের দেওয়া টাকা ফেরত চাইলে রাজশাহী এ্যাডভোকেট বার এসোসিয়েশনের অফিস সহকারী রমেশ কুমার বলেন টাকার ব্যাপার স্যারেরা জানে, আমাকে শুধু নাম ও মোবাইল নাম্বার লিখে তাদের স্বাক্ষর নিয়ে আইডি কার্ড ও মেরুন রং এর টাই জমা নিতে বলেছে। নাম প্রকাশ না করা শর্তে কয়েক জন শিক্ষানবীশ এ্যাডভোকেট অভিযোগ করে বলেন, আমারা এল এল. বি . পাস করে সাটিফিকেট নিয়ে এসে রাজশাহী এ্যাডভোকেট বার এসোসিয়েশনের মাধ্যমে ইনটিমেশন প্রেরন করেছি। রাজশাহী এ্যাডভোকেট বার এসোসিয়েশন প্রাত্যেকের কাছ থেকে আইডি কার্ড ও মেরুন রং এর টাই বাবদ ৪শত টাকা থেকে ৫শত টাকা করে গ্রহন করে রাজশাহী এ্যাডভোকেট বার এসোসিয়েশনে শিক্ষানবীশ হিসাবে শিক্ষার জন্য অনুমোদন দিয়েছেন। আমাদের রেজিস্ট্রেশান কার্ড এসেছে ইতি মধ্যে আমরা ফরম পূরন করেছি। কিন্তু কর্তৃপক্ষ হঠাৎ করে গত ৮ আগষ্টের মধ্যে সকল শিক্ষানবীশ এ্যাডভোটদের আইডি কার্ড ও মেরুন রং এর টাই ফেরত প্রদানের নির্দেশ প্রদান করেন। শিক্ষানবীশরা তাদের দেওয়া আইডি কার্ড ও মেরুন রং এর টাই ফেরত দিলেও আমাদের গ্রহন করা টাকা ফেরত না দিয়ে আত্মসাত করেছে। এব্যাপরে রাজশাহী এ্যাডভোকেট বার এসোসিয়েশনের শৃংখলা ষ্ট্যান্ডিং কমিটির সহ-সভাপতি ও আহবায়ক সুনির্মল সাহার সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলেও যোগাযোগ করা সম্ভাব হয় নাই। অপর দিকে রাজশাহী এ্যাডভোকেট বার এসোসিয়েশনের সভাপতি জনাব লোকমান সাহেবের সাথে ০১৭১৬-৮৭২৭৪৭ নাম্বারে ফোনে কথা বলা হলে তিনি বলেন, আগামীকাল অফিস সময়ে ফোন করে জেনে নিয়েন।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button