রাজশাহীরাজশাহী সংবাদরাজশাহী সংবাদ

রাজশাহীতে পালিত হচ্ছে পবিত্র আশুরা

নিজস্ব প্রতিবেদকঃ

রাজশাহী প্রতিনিধিঃ আজ ৯ আগস্ট মঙ্গলবার যথাযথ ধর্মীয় ভাব-গাম্ভীর্যের মধ্য দিয়ে রাজশাহীতে পালিত হয়েছে পবিত্র মহরম আশুরা।

এই দিনটি উপলক্ষে মঙ্গলবার সকাল ৯ টার দিকে নগরীর শিরোইল কলোনী থেকে পবিত্র মহরম আশুরা উদযাপন কমিটি ১০ মহররম পবিত্র আশুরা মাওলা ইমাম হুসাইন (আ.) সহ ৭২ জন শহীদ স্মরণে শোকের স্মরণে র‌্যালি বের করে। র‌্যালিটি নগরীর রেলগেট শহীদ এএইচএম কামারুজ্জামান চত্ত্বর হয়ে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করেন।

এদিকে সকালে নগরীর উপশহর ও নগরীর বিভিন্ন এলাকা থেকে একটি তাজিয়া মিছিল বের হয়।

আজকের এই দিন মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর প্রিয় দৌহিত্র হযরত ইমাম হোসাইন (রা.) কারবালা প্রান্তরে শাহাদাৎ বরণের ঘটনা স্মরণে রাজশাহীর তাজিয়া মিছিলগুলোতে ‘হাই হোসেন-হাই হোসেন’ বলে শোক মাতম করেন শিয়া মুসলমানরা।

দুপুরের পর সংগঠনগুলো মুসলিম উম্মার সুখ-সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাতের মধ্যদিয়ে পবিত্র আশুরার আনুষ্ঠানিকতা শেষ হবে।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button