রাজশাহীরাজশাহী সংবাদ

রাজশাহীতে করোনায় ১০ জনের মৃত্যু

স্টাফ রিপোর্টারঃ

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে ২৪ ঘণ্টায় আরও ১০ জনের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ৮ টা থেকে বুধবার সকাল ৮ টা পর্যন্ত সময়ের মধ্যে তাদের মৃত্যু হয়।

হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ২৪ ঘণ্টায় চাঁপাইনবাবগঞ্জের ৪ জন, রাজশাহীর ৩ জন, নাটোরের ২ জন এবং নওগাঁর ১ জন মারা গেছেন।

এদের মধ্যে চাঁপাইনবাবগঞ্জের ২ জন এবং রাজশাহী ও নাটোরের ১ জন করে ৪ জন করোনা পজিটিভ ছিলেন। চাঁপাইনবাবগঞ্জ ও নাটোরের ১ জন করে করোনা নেগেটিভ থাকলেও শারীরীক নানা জটিলতায় কোভিড ইউনিটে মারা গেছেন। অন্য ৪ জন মারা গেছেন করোনার উপসর্গ নিয়ে।

মৃত ১০ জনের মধ্যে ৪ জন পুরুষ ও ৬ জন নারী। এ নিয়ে চলতি মাসে ৩৬৪ জনের মৃত্যু হলো। জুলাই মাসে মারা গেছেন ৫৩১ জন।

পরিচালক আরও জানান, গত ২৪ ঘন্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ১৯ জন। ছাড়পত্র পেয়েছেন ২০ জন। বুধবার সকাল ৮ টা পর্যন্ত হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি ছিলেন ১৪৫ জন। হাসপাতালে করোনা ডেডিকেটেড শয্যা ২৮৬ টি।

মঙ্গলবার র‌্যাপিড এন্টিজেন টেস্ট ও দুটি আরটি-পিসিআর ল্যাবে রাজশাহী জেলার ৩৫৮ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে ৪৬ জনের দেহে করোনা ভাইরাসের উপস্থিতি মিলেছে। সংক্রমণের হার ১২ দশমিক ৮৪ শতাংশ।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button