রাজশাহীরাজশাহী সংবাদ

রাজশাহীতে করোনার প্রথম টিকা নিলেন ফজলে হোসেন বাদশা

স্টাফ রিপোর্টারঃ

আজ রবিবার সকাল ১০ টা থেকে রাজশাহীর ১১টি কেন্দ্রে টিকাদান কার্যক্রম শুরু হয়েছে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সকাল ১০টায় করোনার প্রথম টিকা নেন রাজশাহী সদর আসনের সাংসদ ফজলে হোসেন বাদশা।

এরপর পর্যায়ক্রমে টিকা নেন রাজশাহীর জেলা প্রশাসক আব্দুল জলিল, হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী, সিভিল সার্জন কাইয়ুম তালুকদারসহ হাসপাতালের চিকিৎসক, নার্সসহ সরকারের বিভিন্নস্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা-কর্মচারীরা।

রাজশাহী নগরীতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল ও পুলিশ লাইন হাসপাতালসহ প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একটি করে টিকাদান কেন্দ্র রয়েছে। প্রতিটি কেন্দ্রেই টিকাদান কার্যক্রম শুরু হয়েছে। রাজশাহীতে প্রথম পর্যায়ে ১ লাখ ৮০ হাজার ডোজ করোনার ভ্যাকসিন পৌঁছেছে। এখন পর্যন্ত করোনার ভ্যাকসিন নিতে নিবন্ধন করেছেন সাড়ে ৭ হাজার মানুষ। তবে ১১ টা পর্যন্ত কেন্দ্রে কোনো সাধারণ মানুষকে টিকা নিতে আসতে দেখা যায়নি বলে জানা যায়।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button