গোদাগাড়ীরাজশাহীরাজশাহী সংবাদরাজশাহী সংবাদ

ভিক্ষুকদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করলেন গ্রামীণ ব্যাংক গোদাগাড়ী পাকড়ী শাখা

মুকুল হোসেনঃ

করোনা ভাইরাস এখন বিশ্ববাসীর  কাছে কুল কাঠের আগুনে পরিণত। পৃথিবীজুড়ে একটাই আতংক করোনা ভাইরাস। অ-শরীরী এই করোনা ভাইরাস চিনেনা ধনী গরীব, চিনেনা ধর্ম বর্ণ,মানেনা বয়স।

সারা পৃথীবী জুড়ে করোনা ভাইরাসের কালো থাবার পাশাপাশি শুরু হয়েছে কান্নার আহাজারি। আক্রান্ত অন্যান্য দেশের পাশাপাশি বাংলাদেশেও চলছে কান্নার মাতম। মানুষ হয়েছেন কর্মহীন। ছেলেমেয়ের ক্ষুধার জ্বালায় কান্না দেখে অনেক পিতা-মাতা হয়েছে দিশেহারা।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বসে নেই এক মুহুর্ত। করোনা মোকাবেলায় সর্বোচ্চ ত্যাগ বিসর্জন দিয়ে কাজ করছেন ১৬কোটি মানুষের বিজয়ের জন্য। কেউ যেন অনাহারে না থাকে সে ব্যবস্থাও সরকারের পক্ষ হতে নেয়া হয়েছে।যদিও কোথাও কোথাও জন প্রতিনিধি কর্তৃক ত্রাণ আত্মসাৎ এর খবর পাওয়া যাচ্ছে। সরকার,উচ্চবিত্ত মানুষ, বিভিন্ন সংগঠন এর পাশাপাশি এবার সহযোগিতার হাত বাড়িয়ে দিলো বিশ্বের একমাত্র নোবেল বিজয়ী আর্থিক প্রতিষ্ঠান। তবে তাদের সহযোগিতার রূপ সম্পূর্ণ ভিন্ন। সবাই যখন বিভিন্ন শ্রেণীর মানুষকে নিয়ে ভাবলো তখন নোবেল জয়ী ব্যাংকটি ভাবলো ভিক্ষুকদের কথা। তারা সারা বাংলাদেশের হাজার হাজার ভিক্ষুকের মুখে ফোটালো সোনালি হাসি। মুছালো ভিক্ষুকদের চোখের জল। দেশের প্রতিটি শাখায় ৫জন সংগ্রামী (ভিক্ষুক) সদস্যদেরকে চাল,ডাল,সাবান,তেল,আলু,মাস্ক, পিয়াজসহ ১৬০০টাকার খাদ্যদ্রব্য।

তারই অংশ হিসেবে গ্রামীণ ব্যাংক রাজশাহী যোনের যোনাল ম্যানেজারের  আদেশে যোনের শাখায় শাখায় দিচ্ছেন এই অনুদান। এরই মধ্যে গ্রামীণ ব্যাংক চাঁপাই নবাবগঞ্জ এরিয়ার একটি শাখা পাকড়ী গোদাগাড়ী। সেখানে তারা ৫জনকে মাথা প্রতি ভিক্ষুকদের মাঝে  ১৬০০টাকার খাদ্যদ্রব্য বিতরণ করে এলাকাবাসীর প্রশংসায় সিক্ত হন।

গ্রামীণ ব্যাংক পাকড়ী গোদাগাড়ী শাখার শাখা ব্যবস্থাপক মোঃ কামরুজ্জামানের সুচারু নেতৃত্বে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। ১৬০০টাকার খাদ্যদ্রব্য পেয়ে খুশী হয়ে কাকনহাট পৌর এলাকার সংগ্রামী সদস্য( ভিক্ষুক) সাফিয়ারা বলেন, আমার বাড়ীতে কোন খাবার ছিলোনা। গ্রামীণ ব্যাংক যে খাবারগুলো দিলো আমার একমাস যাবে। একথা শুনে খুশীতে আবগাপ্লুত অনেকেই। করোনা ভাইরাস দুর হোক এই কামনা সকলের। মানুষ এভাবেই থাকুক মানুষের অন্তরে। বেঁচে থাকুক বিশ্বখ্যাত গ্রামীণ ব্যাংক নামের সুচারু প্রতিষ্ঠানটি।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button