বাঘারাজশাহীরাজশাহী সংবাদ

বাঘায় গাছের ডাল কাটাকে কেন্দ্র করে সংঘর্ষে একজন খুন , আহত ৭

স্টাফ রিপোর্টারঃ

রাজশাহীর বাঘায় গাছের ডাল কাটাকে কেন্দ্র করে সংঘর্ষে হাসুয়ার কোপে খুন হয়েছে হৃদয় আহমেদ নামে এক যুবক। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৭ জন। বুধবার দুপুরে উপজেলার পাকুড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে। হৃদয় ওই গ্রামের দুখু মিয়ার ছেলে।

স্থানীয় লোকজন জানান, হৃদয় (২২) বুধবার দুপুরে বাড়ির পাশে নিজ জমিতে লাগানো মেহগনি গাছের ডাল কাটছিল। এ সময় প্রতিবেশি সাদেক আলী ওই গাছটি তার জমির ওপর বলে দাবি করে তর্কে জড়িয়ে পড়ে। এক পর্যায়ে সাদেক আলী ক্ষিপ্ত হয়ে তার ছেলে সুজন আলী, ফরিদ উদ্দিন, সুরুজ আলী, রকসেদ আলী, শুকুর আলী আফসার আলীসহ ৮/১০ জনকে বাড়ি থেকে ডেকে এনে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
অপর দিকে ওই সংঘর্ষে বাধা সৃষ্টি করে হৃদয়ের পিতা দুখ মিয়া ,তার স্ত্রী সাহানা বেগম, আরেক ছেলে সাব্বির আহম্মেদ ও মেয়ে সারমিন খাতুন-সহ পরিবারের অন্যান্যরা। এতে মোট ৭ জন আহত হয়। ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিপক্ষদের হাতে লাটি-সোটা, হাতুড় এবং লোহার পাইপ থাকায় দ্বিতীয় পক্ষের সকলে এবং প্রথম পক্ষের সাদের আলী আহত হন।

পাকুড়িয়া গ্রামের ইউপি সদস্য আব্দুর রউফ জানান, ঘটনার পর এলাকার লোকজন আহতদের উদ্ধার করে বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এদের মধ্যে হৃদয়ের অবস্থা আশঙ্কা জনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে রামেক হাসপাতালে রেফাট করেন। সেখানে চিকিৎসা দেয়ার পর হৃদয়কে ঢাকায় রেফাট করা হয়। পরক্ষনে মাইক্রো যোগে ঢাকা যাওয়ার পথে-রাত সাড়ে ৮ টার দিকে সে মৃত্যু বরণ করে।এদিকে হৃদয়ের মৃত্যুর ঘটনাটি এলাকায় ছড়িয়ে পড়লে পুলিশ রাত সাড়ে ১০টার দিকে সাদেক আলীকে চিকিৎসাধীন অবস্থায় বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে এবং রুমিয়া বেগম, আজমিরা খাতুনও কল্পনা খাতুনকে বাড়ি থেকে আটক করে।

বাঘা থানা অফিসার ইনচার্জ(ওসি) নজরুল ইসলাম জানান, লাশ উদ্ধার করে থানায় আনার পর বৃহস্পতিবার(৭-জুলাই) রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হেেয়ছে। এই ঘটনায় নিহত হৃদয়ের বাবা দুখু মিয়া বাদি হয়ে ওই রাতেই একটি হত্যা মামলা দায়ের করেছেন। ঘটনার সাথে সম্পৃক্ত চার জনকে আটক করা হয়েছে। অপর আসামীদের গ্রেফতাদের চেষ্টা চলছে।

 

 

 

 

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button