চারঘাটদূর্গাপুরপুঠিয়ারাজশাহীরাজশাহী সংবাদসংবাদ সারাদেশ

পুঠিয়ায় রাষ্ট্রবিরোধী পরিবারকে রক্ষা করতে ইউ এন ও এর দৌড়ঝাপ- সাক্ষীদের হুমকি

নিজস্ব প্রতিবেদকঃ  

রাজশাহীর পুঠিয়া উপজেলার নির্বাহী কর্মকর্তার অনিয়ম ঢাকতে এবার গণমাধ্যমে দেওয়া সাক্ষীদের হুমকি দিলেন ইউ এন ও নিজেই ।পুঠিয়া উপজেলার ৪ নং ভালুকগাছি ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের বেন্নাতলা সরকারি আবাসনে বসবাস করা হত দরিদ্রদের তিনি শাসিয়ে বলেন আমার সরকারি কাজ নিয়ে যদি কেউ গণমাধ্যমের সামনে মুখ খুলেন তাহলে তার অবস্থা খারাপ হবে।

এ সময় বয়স্ক বৃদ্ধ মহিলাদের সাথে অশুভ আচরন করার অভিযোগ করেন ইউ এন ও নুরুল হাই মোঃ আনাছের বিরুদ্ধে। ১৯  এপ্রিল মঙ্গলবার দুপুরে ভালুকগাছি ইউনিয়ন পরিষদের উইপি সদস্য ইউনিয়ন  আওয়ামী লীগের কান্ডারী বিল্লাল হোসেন ও ইউপি সদস্য আবু সায়েম সারোয়ার  তাদের সাক্ষাতকারে বলেন উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে রাষ্ট্র বিরোধী পরিবারের ইসমাইলের যে গভীর সম্পর্ক ,তাদের মাঝে দীর্ঘ দিনের লেনদেনের যে বিষিয় সেটি অনেকেই জানেন।

স্থানিয় একটি সুত্র বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজাকার মুসার পরিবারকে কৌশলে যেভাবে কয়েক কোটি টাকার মালিক বানিয়ে দিয়েছেন সেটি এখন অনেকেই অবগত। উপজেলা নির্বাহী কর্মকর্তার দুর্বলতার কারণে ভালুক গাছির বেন্নাতলার নব নির্মিত আবাসনটিতে দেখা দিয়েছে নানা সমস্যা। আবাসনের নিকটবর্তী নিচু জায়গাটি ভরাট করার জন্য তিনি ৩ লক্ষ টাকা সহ চাল বরাদ্ধ দিয়েছেন সব মিলিয়ে ৫ লক্ষ টাকার উপরে। ইউপি সদস্য বেলাল হোসেন বলেন নাম মাত্র কয়েক গাড়ি মাটি ফেলে এই সকল অর্থ হাওয়ার পথে।

যার পেছনে রয়েছে উপজেলার বড় কর্তাবাবু। যেখানে ভালুকগাছি ইউনিয়ন পরিষদের সামনে মাটি ফেলে ভরাট করার কথা।  বড় অংকের বরাদ্ধ করেছেন  সেখানে চোখ মেললেই খোলাসা হবে অনেক কিছু। ২ লক্ষ টাকা বরাদ্ধ দিয়েছেন ইউনিয়ন পরিষদ রঙ করার জন্য। সেখানে ২০ হাজার টাকার রঙের গন্ধ পায়নি বিল্ডিংয়ের দেওয়ালগুলো। সরেজমিনে গিয়ে দেখাযায় যেভাবে নিম্ন মানের রঙয়ের ছাপদেওয়া হচ্ছে সেটি এই বর্ষাতেই পুর্বের স্থানে ফিরে আসবে।

পরিষদের চেয়ারম্যানের পারিবারিক কবরস্থানের জন্য ৬ লক্ষ টাকা বরাদ্ধ দেওয়া হয়েছে সেখানে কত হাজার খরচ হয়েছে সেগুলো প্রশ্ন ঘুরপাক খাচ্ছে স্থানিয়দের মাঝে। ইউপি সদস্যদের দাবি সব বরাদ্ধের নাটকীয়  কাজ সম্পন্ন হচ্ছে উপজেলার সরকারি বড় কর্তার নির্দেশে।সরকারি দলের একজন ত্যাগী নেতা সাংবাদিকদের বলেন একটি ইউনিয়নেই এত ঘাপলা তাহলে উপজেলার বাঁকি ইউনিয়ন গুলোর ভাগ্যে কি ঘটেছে। তিনি সকল ইউনিয়নের চিত্র গণমাধ্যমে প্রকাশ করার অনুরোধ জানান।

তিনি বলেন, যারা রাষ্ট্র বিরোধী ব্যক্তিদের  সাথে আতাত করে সরকারি  বরাদ্ধের অর্থ লোপাট করছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা জরুরি। মাননীয় প্রধানমন্ত্রীর শ্বপ্নের সোনার বাংলায় যারা চক্রান্ত করছে তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

পুঠিয়া উপজেলা পরিষদে কর্মরত একজন কর্মচারি জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা মুখে জয়বাংলা শ্লোগান রাখলেও তার ভেতরে ভিন্ন রুপ। রাতের আধারে গোপনে দেশবিরোধী মানুষের সাথে তার যোগাযোগ থাকার অভিযোগ রয়েছে। তার নিজ দপ্তরের কর্মরত একজন বলেন  তিনি অপরিচিত মুঠো ফোন কখনো রিসিভ করেছেন এমন রেকর্ড তার নেই। তার এমন অবহেলার কারণ নিয়ে কথা বলতে তাকে একাধিক বার ফোন দিলেও তিনি রিসিভ করেননি।

স্বাধীনতা বিরোধী ব্যক্তিদের বিভিন্ন ভাবে সহযোগিতা করা সহ নানা অনিয়ম নিয়ে পুঠিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অপসারণ  ও স্বাধীনতা বিরোধী পরিবারের ইসমাইল কে গ্রেপ্তারের দাবি নিয়ে এবার মাননীয় প্রধানমন্ত্রী বরাবর স্বারকলিপি অভিযোগ ও মানব বন্ধনের প্রস্তুতি সম্পন্ন করেছেন স্থানিয়রা।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button