দূর্গাপুররাজশাহী

দুর্গাপুরে প্রধানমন্ত্রীর নির্দেশ অমান্য করে পুকুর খনন কমিটি-দুই একদিনের মধ্যেই  জনস্বার্থে রিট

নিজস্ব প্রতিবেদকঃ

দুর্গাপুরে ক্রমেই অবৈধ পুকুর খনন কারি দলের সদস্যরা ভয়ংকর হয়ে উঠছে। এদের খুটির জোর কালো ক্ষমতার দাপটে লাগামহীন হয়ে পড়েছে অসহায় কৃষকেরা ।

এই পুকুর খনন কারি চক্রের সদস্যদের অনেকেই লম্বাহাত দেখানোর ফলে অনেকেই সংবাদ প্রকাশ থেকে বিরত থাকছে। আবার অনেকেই নিজেদের ক্লাবের নামে ডোনেশন নামক সালামি নিতে শুরুকরেছেন। এই নিয়ে গত কয়েকদিন ধরে  চলছে অলোচনার ঝড়। তবে প্রধানমন্ত্রীর কঠোর নির্দেশ অমান্য করে তারা কিভাবে তিন ফসলি দুই ফসলি জমিতে পুকুর খননে ব্যস্ত হয়ে পড়েছেন সেটি সুশিল সমাজের নিকট বোধগম্য নয়।

গভীর অনুসন্ধানে বেরিয়ে এসেছে এই কালো ক্ষমতার মুল কারন, দুর্গাপুর ভুমি অফিসের নায়েব বাবু সহ ৪ বাবু মিলে গড়েছেন এই পুকুর খনন কমিটি। আর তাদের হাতেই জমা পড়ছে পুকুর খননের যত অবৈধ অর্থ। এই  গোল্ড কমিটির নাম এখন অনেকেই জানে কিন্তু অজ্ঞাত কারনে রেখেছে গোপন। সুত্র বলছে দুর্গাপুরে গত কয়েকদিনে প্রায় দুই ডজন অবৈধ পুকুর খনন হয়েছে কিন্তু অজ্ঞাত কারনে কোন পুকুরে এই পর্যন্ত কোন প্রকার আইনি বাধা সৃষ্টি হয়নি। কেন বাধা সৃষ্টি হয়নি সেটি সুশিল সমাজের  নিকট প্রশ্নবিদ্ধ। এই নিয়ে একটি সুত্র বলছে দুর্গাপুরে এই কমিটিকে কেন্দ্র করে সকলেই মাথায় হাত দিয়ে চিন্তা করছে। সুত্রটি আরো বলছে এই সিন্ডিকেট রাজশাহীর জেলা প্রশাসক সহ অনেকের নামেই অর্থ আদায় করছে। তারা বলছেন এই টাকা তাদের ব্যাংক হিসাবে জমা হবে।

বিষয় গুলো নিয়ে অনেকেই বলাবলি করছে এই নিয়ম আবার কেমন কমিটির মাধ্যমে অবৈধ টাকা উত্তোলন। এই নিয়ে গোয়েন্দা সংস্থার এক কর্মকর্তা বলেন আমাদের নিকট পুরো নোট রয়েছে কারা এই সকল অবৈধ পুকুর খননের সাথে জড়িত ও কাদের নিকট টাকা জমা দিয়ে পুকুর খনন কারিরা পুকুর খননের কাজে নামে তা আমাদের নিকট জমা রয়েছে। তিনি বলেন মাননীয় প্রধান মন্ত্রীর এই নিষেধ যারাই অমান্য করছেন আর তাদেরকে যারা সহযোগীতা করছে তাদের নোট আমরা তৌরি করছি। এমন নিষেধ বাধা অমান্য করে পুকুর খননের বিষয়টি তেমন ভাবে গন মাধ্যমে আসেনি কেন ? এমন প্রশ্নের উত্তরে রাজশাহীর একজন সিনিয়র সাংবাদিক বলেন সাংবাদিক হচ্ছে জাতির বিবেক আর বিবেক যখন বিক্রি হয় তখন এর চেয়েও বেশী কিছু ঘটার সম্ভাবনা থাকে।

তিনি বলেন দুর্গাপুরের পুকুর খননের বিষয়টি কয়েক দিন পূর্বে আমার নজরে এসেছে এই নিয়ে আগামি দুই একদিনের মধ্যেই রাজশাহীর একজন সাংবাদিক জন স্বার্থে মহামান্য হাইকোর্ট থেকে এই পুকুর খনন কারি ও পুকুর খননের নিষেধাজ্ঞা নিয়ে মাঠে কাজ করবে। বিষয়টি মাননীয় প্রধানমন্ত্রীর দপ্তর পর্যন্ত গড়াবে, ইচ্ছে করলেই কেউ মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ অমান্য করতে পারবেনা। তবে রাজশাহীর সুযোগ্য জেলা প্রশাসক আব্দুল জলিল বলেন আমি আগামি দুই একদিনের মধ্যেই এই বিষয় নিয়ে কমিটি তৌরি করব যেন কেউ সরকারি আদেশ অমান্য করে পুকুর খনন করতে না পারে। এই পুকুর খনন কারিদের আইনের আওতায় এনে দ্রুত শাস্তির দাবি জানিয়েছেন রাজশাহী মডেল প্রেসক্লাব।

 

 

 

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button