তানোররাজশাহী

তানোরে ইভটিজিংয়ের দায়ে বখাটের কারাদন্ড

নিজস্ব প্রতিবেদক :  রাজশাহীর তানোর উপজেলায় ইভটিজিংয়ের দায়ে ফরমান সাহা (১৭) নামে এক যুবককে এক বছরের কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) শেষ বিকেলে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুশান্ত কুমার মাহাতো এ কারাদন্ড দেন। দন্ডপ্রাপ্ত ফরমান সাহা তানোর পৌরশহরের গোল্লাপাড়া এলাকার ফজর সাহার ছেলে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে উপজেলা পরিষদ চত্বরে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের অনুষ্ঠানে ফরমান নামে এক যুবক কয়েকজন স্কুল ছাত্রীকে ইভটিজিং করে। তাৎক্ষণিকভাবে অনুষ্ঠান স্থলের মঞ্চে বসে থাকা ইউএনওকে ওই ভুক্তভোগী ছাত্রীরা বিষয়টি অবহিত করে। এ তথ্যের ভিত্তিতে সঙ্গে সঙ্গে উপজেলা পরিষদ চত্বরে মোবাইল কোর্ট পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সুশান্ত কুমার মাহাতো।

এ সময় অভিযুক্ত ফরমানকে আটক করে তাঁকে এক বছরের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

ইউএনও সুশান্ত কুমার মাহাতো জানান, ইভটিজিং এর বিরুদ্ধে উপজেলা প্রশাসনের সর্বোচ্চ সতর্কতা রয়েছে। একুশে বইমেলা ঘিরে উপজেলা পরিষদ চত্বর গুলোতে ইভ টিজিং ঠেকাতে ভ্রাম্যমাণ আদালত কাজ করছে।

তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান বিষয়টি নিশ্চিত করে বলেন, দন্ডপ্রাপ্ত ফরমানকে আইনী প্রক্রিয়া শেষে শনিবার রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button