রাজশাহীরাজশাহী সংবাদরাজশাহী সংবাদস্লাইডার

ঘুষের টাকা না দেওয়ায় থানায় সাংবাদিক হয়রানির অভিযোগ

 নিজস্ব প্রতিবেদকঃ

রাজশাহী থেকে প্রকাশিত দৈনিক গণধ্বনি প্রতিদিনের সম্পাদক ইয়াকুব শিকদারের নামে সাধারণ ডায়েরি (জিডি) করেছে এক পুলিশ কনেষ্টবল । বৃহস্পতিবার বেলা ৩টার দিকে নগরীর রাজপাড়া থানার কনস্টেবল শহিদুল ইসলাম (কনস্টেবল নম্বর ৪৩৩) জিডি করেন।যাহার  জিডি নম্বর ২৮৭।

সম্পাদক ইয়াকুব শিকদারের অভিযোগ, তার সাথে কনস্টেবল শহিদুল ইসলাম অসৌজন্যমূলক অপেশাদার আচরণ করেছেন। কিন্তু প্রতিকার না করেই উল্টো তারনামে  সাধারণ ডায়েরি করিয়েছেন ওসি।

বিষয়টি উদ্দেশ্য প্রণোদিত বলেদাবি করছেন ইয়াকুব শিকদার। একই সাথে এ নিয়ে তিনি নগর পুলিশ কমিশনার বরাবর লিখিত অভিযোগ দেয়ার প্রস্তুতি নিচ্ছেন বলে জানানএই সাংবাদিক । ভুক্তভোগী এ সাংবাদিকের ভাষ্য, ব্যক্তিগত প্রয়োজনে বৃহস্পতিবার বেলা ২টার দিকে তিনি থানায় সেকেন্ড অফিসার মোস্তাক আহম্মেদের কাছে গিয়েছিলেন প্রযোজন শেষে । ফেরার পথে থানার দায়িত্বরত সেন্ট্রি শহিদুল ইসলাম তার পথরোধ করেন। ওই সময় টাকা না পেলে যেতে দেয়া হবে না বলে জানান।কিন্তু কনস্টেবলকে টাকা দিতে অস্বীকৃতি জানান তিনি।

এ নিয়ে তার সাথে প্রকাশ্যে কথা কাটাকাটিতে জড়িয়ে পড়েন শহিদুল। পরে সেকেন্ড অফিসারের কাছে ফিরে গিয়ে সাংবাদিক ইয়াকুব শিকদার  বিষয়টি জানান। তখনই সেকেন্ড অফিসার এসে কনস্টেবলকে জিজ্ঞাসাবাদ করেন। কর্তব্যরত অন্যান্য পুলিশ সদস্যদের উপস্থিতিতে ঘটনার দায় স্বীকার ও করেন কনস্টেবল শহিদুল। প্রতিকার পেতে সেখানে দাঁড়িয়েই বিষয়টি তিনি মোবাইলে আরএমপির মুখপাত্র রহুল কুদ্দুস কে জানান এবং তিনি ঘটনাটি খোজ নেওয়ার কথা জানান।সাংবাদিক ইয়াকুব শিকদারের সাথে পুলিশের এমন আচরনের তিব্র প্রতিবাদ জানিয়ে আজ ৯ মে শনিবার এক বিবৃতি দিয়েছেন রাজশাহী মডেল প্রেসক্লাব।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button