রাজশাহীরাজশাহী সংবাদরাজশাহী সংবাদস্লাইডার

এ বছর ফিতরার হার মাথা প্রতি ৫৫ টাকা

স্টাফ রিপোর্টারঃ
এই বছর করোনাভাইরাসের কারণে  বিভিন্ন মসজিদের ইমাম, মাদ্রাসার শিক্ষক, ওলামায়ে কেরাম, মুফতি, মুহাদ্দিস, সাংবাদিক ও গণ্যমান্য এক সভায় ব্যক্তিবর্গের সাথে মোবাইল ফোনের মাধ্যমে মতামত গ্রহণ করে রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকার জন্য এ বছর ৫৫ টাকা ফিতরা নির্ধারণ করা হয়েছে বলে জানা গেছে ।

সভায়  আরো বলা হয়, রাজশাহীতে ৩৩ টাকা কেজি ধরে ১ কেজি ৬৫০ গ্রাম আটার দাম ৫৪ টাকা ৪৫ পয়সা অর্থাৎ ৫৫ টাকা ফিতরা নির্ধারণ করা হয়েছে। তবে খেজুর ও কিসমিসের ক্ষেত্রে ৩ কেজি ৩০০ গ্রামের দাম দিয়েও ফিতরা আদায় করা যাবে। রাজশাহীর বাজারে কিসমিস ৪০০ টাকা কেজি হিসেবে ৩ কেজি ৩০০ গ্রামের মূল্য ১ হাজার ৩২০ টাকা এবং খেজুর ৩০০ টাকা কেজি হিসেবে ৩ কেজি ৩০০ গ্রামের মূল্য ৯৯০ টাকা দিয়েও ফিতরা আদায় করা যাবে বলে জানিয়েছেন।

জামিয়া ইসলামিয়া শাহমখদুম (রহ.) এর মাদ্রাসার অধ্যক্ষ মুফতি মাওলানা মো. শাহাদত আলী জানান, ফিতরা দাতা তার নিজ এলাকার বাজার মূল্য ধরে ১ কেজি ৬৫০ গ্রাম আটা, ৩ কেজি ৩০০ গ্রাম কিসমিস বা খেজুরের দাম হিসেবে ফিতরা আদায় করতে পারবেন। গতবছরও রাজশাহী ও পাশর্^বর্তী এলাকার জন্য ৫৫ টাকা ফিতরা নির্ধারণ করা হয়েছিল বলে জানা গেছে

 

 

 

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button