রাজশাহী সংবাদ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ওয়াজেদ আলীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ-উপাচার্য ইতিহাস বিভাগের অবসরপ্রাপ্ত প্রফেসর ড. এম ওয়াজেদ আলীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।

সোমবার এক শোক বিবৃতিতে এই শোক প্রকাশ করেন মেয়র। শোক বিবৃতিতে মেয়র মরহুমের আত্মার মাগফিরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনাও জানান তিনি।

এদিকে আজ বাদ জোহর রাজশাহী বিশ^বিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গনে আয়োজিত মরহুমের জানাযা নামাজে অংশ নেন সিটি মেয়র খায়রুজ্জামান লিটন। জানাযা নামাজে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সাবেক উপাচার্য প্রফেসর ড. সাইদুর রহমান খান, আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক উপাচার্য প্রফেসর ড. আব্দুল খালেক, রাবি উপাচার্য প্রফেসর ড.এম আব্দুস সোবহান, উপ-উপাচার্য প্রফেসর চৌধুরী মোঃ জাকারিয়াসহ বিশ^বিদ্যালয় প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাসহ শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ।

উল্লেখ্য, আজ সকাল সাতটায় বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী কাজলায় তাঁর নিজ বাসভবনে ইন্তেকাল করেন প্রফেসর ওয়াজেদ আলী।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button