রাজশাহীরাজশাহী সংবাদরাজশাহী সংবাদ

অতিরিক্ত মূল্য নেওয়ায় জরিমানা গুনল রাজশাহীর বই বিক্রেতা

নিজস্ব প্রতিবেদকঃ

রাজশাহী মহানগরীর মনিচত্বর এলাকা ও সমবায় মার্কেটে প্যাকেজ ছাড়া বই বিক্রি না করায় চারটি বইয়ের দোকানকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বুধবার ১৬ মার্চ সকাল থেকে দুপুর পর্যন্ত মনিচত্বর এলাকা ও সমবায় মার্কেটে ক্রেতা সেজে এ অভিযান চালান অধিদপ্তরের বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মাসুম আলী ।

প্যাকেজ ছাড়া বই না বেচা এবং অতিরিক্ত মূল্য আদায় করার অভিযোগে মোট চারটি দোকানকে জরিমানা করা হয়। কর্মকর্তারা ক্রেতা সেজে বই কিনতে গিয়ে এ অভিযান চালান।

এ তথ্য নিশ্চিত করে অধিদপ্তরের বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক হাসান-আল-মারুফ বলেন, ওই সমবায় মার্কেটের বিসমিল্লাহ লাইব্রেরি, আশিক লাইব্রেরি, এবং বই কুঞ্জ লাইব্রেরি এইচএসসি প্রথমবর্ষের বই প্যাকেজ ছাড়া বিক্রি করছিলেন না তারা । তাই এ তিন লাইব্রেরিকে দুই হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

এ ছাড়া এইচএসসি প্রথমবর্ষের বইয়ে লেখা মূল্যের চেয়ে অতিরিক্ত দাম আদায় করায় বই বিচিত্রা লাইব্রেরিকে এক হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এই বিষয়ে জানতে চাইলে হাসান-আল-মারুফ বলেন, সাধারন জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button