রাজশাহী সংবাদ

রাজশাহীতে বঙ্গবন্ধুর ম্যুরাল নির্মাণের স্থান পরিদর্শনে এমপি মেয়র চেয়ারম্যান

নিজস্ব প্রতিবেদক:  জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সবচেয়ে বড় ম্যুরাল নির্মিত হবে রাজশাহী মহানগরীর সিঅ্যান্ডবি এলাকায়। জেলা পরিষদের জমিতে এই ম্যুরাল নির্মাণ করবে রাজশাহী সিটি করপোরেশন।

মঙ্গলবার দুপুরে এই স্থানটি পরিদর্শন করেছেন রাজশাহী-২ (সদর) আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা, সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন ও জেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ আলী সরকার।

গত বছরের ১৪ সেপ্টেম্বর এই ম্যুরাল নির্মাণের ফলক উন্মোচন করা হয়। কিন্তু নির্ধারিত জমির চেয়েও বেশি চায় সিটি করপোরেশন। এ নিয়ে জটিলতা দেখা দেয়। তা নিরসন করতে এগিয়ে আসেন সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা।

সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন ও জেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ আলী সরকারের সঙ্গে তিনিও স্থানটি পরিদর্শনে যান। এ সময় তারা জমি সংক্রান্ত বিষয়গুলো পর্যালোচনা করে জানান, খুব দ্রুতই নির্মাণ কাজ শুরু করা যাবে।

এ সময় জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আহসান হাবিব ও রাজশাহী সিটি করপোরেশনের প্যানেল মেয়র-১ সরিফুল ইসলাম বাবুসহ দুই দপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button