রাজশাহী সংবাদ

দৃষ্টিনন্দন ১০ সড়ক নির্মাণ হচ্ছে রাজশাহীতে

স্টাফ রিপোর্টারঃ

রাজশাহীর বঙ্গবন্ধু শেখ মুজিব হাইটেক পার্ক সংলগ্ন স্লুইসগেট থেকে গুলজারবাগ গুঁড়িপাড়া মসজিদ পর্যন্ত নির্মাণ করা হচ্ছে ১০টি সড়ক ও ১০টি বড় ড্রেন। প্রকল্পের কাজ এগিয়ে চলছে দ্রুতগতিতে। এতে অচিরেই দৃষ্টিনন্দন নগরীতে পরিণত হবে রাজশাহী।

গত সোমবার দুপুরে সড়কের কার্পেটিং কাজ পরিদর্শন করেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। এ সময় কাজের অগ্রগতিসহ সার্বিক বিষয়ে খোঁজ নেয়ার পাশাপাশি মান বজায় রেখে দ্রুত কাজ শেষ করতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন- রাজশাহী সিটি কর্পোরেশনের নির্বাহী প্রকৌশলী নূর ইসলাম তুষার, সহকারী প্রকৌশলী সৈয়দ সাঈদ আহমেদ সানি, উপ-সহকারী প্রকৌশলী রাকিবুল ইসলাম, ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স আজিজুল ট্রেডার্সের স্বত্বাধিকারী নূরুল হুদা প্রমুখ।

রাজশাহী সিটি কর্পোরেশনের জনসংযোগ বিভাগ থেকে জানানো হয়েছে, মহানগরীর জলাবদ্ধতা দূরীকরণার্থে নর্দমা নির্মাণ (৩য় পর্যায়) শীর্ষক প্রকল্পের আওতায় বঙ্গবন্ধু শেখ মুজিব হাইটেক পার্ক সংলগ্ন স্লুইসগেট থেকে গুলজারবাগ গুঁড়িপাড়া মসজিদ পর্যন্ত ড্রেনের পাশে রেলিংসহ নির্মাণাধীন সড়কের দৈর্ঘ্য ৫২৫ মিটার ও চওড়া পাঁচ দশমিক ৫০ মিটার। এ প্রকল্পে ব্যয় হচ্ছে এক কোটি ৭৭ লাখ ১৩ হাজার ২০২ টাকা বলে জানা গেছে।

 

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button