রংপুরসংবাদ সারাদেশ

রংপুরে হত্যা মামলায় আট জনের যাবজ্জীবন

রংপুর প্রতিনিধিঃ

রংপুরে সাংস্কৃতিক কর্মী রোমান হত্যা মামলার ৮ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদেরকে ১০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরো ৩ মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

আজ সোমবার দুপুরে রংপুরের স্পেশাল জজ আদালতের বিচারক মো. হায়দার আলী এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় ৭ আসামি আদালতে উপস্থিত ছিলেন। নুরুন্নবী নামে এক আসামি পলাতক রয়েছেন। তার বিরুদ্ধে আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন, রংপুর নগরীর জুম্মাপাড়া মারুয়া পট্টি এলাকার আনিছ, আশরাফুল, আতারুল, আমিনুল, আলামিন, খোকন, মোজাম্মেল এবং নুরুনী। এছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় অপর আসামি আশরাফুলকে বেকসুর খালাস দিয়েছেন আদালত।

আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) আব্দুল মালেক এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, পূর্ব বিরোধের জেরে ২০০৯ সালের ২২ জুলাই রাতে আসামিরা সাংস্কৃতিক কর্মী রোমানকে মোবাইল ফোনে নগরীর জুম্মাপাড়া মারুয়া পট্টি এলাকায় ডেকে নিয়ে গিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করেন। পরে স্থানীয়রা রোমানকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ঐদিন রাতে তার মৃত্যু হয়।

এ ঘটনার পরের দিন নিহতের বাবা রোস্তম সরকার বাদী হয়ে রংপুর কোতোয়ালি থানায় ৯ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। পরে মামলার তদন্তকারী কর্মকর্তা আদালতে অভিযোগ পত্র দাখিল করেন। আদালত সাক্ষ্য-প্রমাণ গ্রহণ শেষে আজ সোমবার এই মামলার রায় ঘোষণা করেন বিচারক মো. হায়দার আলী।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button