নীলফামারীসংবাদ সারাদেশ

নীলফামারীর জলঢাকায় জাতীয় ভোটার দিবস পালন

শফিকুল ইসলাম নীলফামারী প্রতিনিধিঃ

“বয়স যদি আঠারো হয় ভোটার হতে দেরি নয় ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীর জলঢাকা উপজেলায় জাতীয় ভোটার দিবস পালন করা হয়েছে।

আজ মঙ্গলবার সকালে উপজেলা নির্বাচন অফিসের উদ্দোগে উপজেলা নির্বাচন কার্যালয় চত্বরে নতুন ভোটারদের মাঝে স্মার্ট কার্ড বিতরনের মধ্যে দিয়ে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মাহবুব হাসান।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার চঞ্চল কুমার ভৌমিক, উপজেলা নির্বাচন কর্মকর্তা উজ্জল হোসেন ও উপজেলা স্কাউটস সম্পাদক মর্তুজা ইসলাম।

এসময় উপজেলা নির্বাচন কর্মকর্তা বলেন, জাতীয় ভোটার দিবস উপলক্ষে আজ যারা নতুন ভোটার হতে আসবেন তাদের কে তাৎক্ষণিক ভোটার করা হবে। এছাড়াও ২০১৯ সালের ভোটার হওয়া ১৭ হাজার ১শত ৪৬ জনকে স্মার্ট কার্ড প্রদান চলমান থাকবে।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button