নীলফামারীসংবাদ সারাদেশ

নীলফামারিতে জেলা মাল্টি পারপাস ওয়ার্কসপ অনুষ্ঠিত 

শফিকুল ইসলাম জুয়েল,নীলফামারীঃ

 নীলফামারিতে স্কাউটস এর ১৬তম জেলা মাল্টি পারপাস ওয়ার্কসপ অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার (৮জুন) সকালে জেলা স্কাউট ভবনে বাংলাদেশ স্কাউটস দিনাজপুর অঞ্চলের সহ-সভাপতি মুজিবুর রহমান এলটি’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক এটিএম আজহারুল ইসলাম।

এসময় তিনি ২০২৩ সালে স্কাউটের মাধ্যমে ভিক্ষুক মুক্ত করার পরিকল্পনা গ্রহণ করার আহবান জানান। এসময় উপস্থিত ছিলেন দিনাজপুর অঞ্চলের সহ-সভাপতি স্কাউটার মোজাহারুল হক, যুগ্ম সম্পাদক স্কাউটার সামিউল আলম এএলটি, জেলা কমিশনার স্কাউটার বিনয় কুমার রায় এলটি, জেলা সম্পাদক স্কাউটার গোলাম কিবরিয়া এএলটি, জেলা স্কাউট লিডার স্কাউটার খলিলুর রহমান এএলটি ও সদর কমিশনার স্কাউটার গোলাম মোস্তফা প্রমুখ।

জেলা মাল্টি পারপাস ওয়ার্কসপে ২০২১ –২২ অর্থ বছর বাস্তবায়ন, অগ্রগতির প্রতিবেদন ও ২০২২–২৩ অর্থ বছরের জন্য প্রস্তাবিত ক্যালেন্ডার উপস্থাপন করা হয়। বাংলাদেশ স্কাউটস নীলফামারী জেলা কমিটির আয়োজনে সভায় জেলা উপজেলার সম্পাদক, স্কাউট লিডার ও কাব লিডার গণ উপস্থিত ছিলেন।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button