নাটোররাজশাহী সংবাদ

লালপুর ৭ দিনে অর্ধশত রোগী ভর্তি , ডায়রিয়ায় শিশুরাই আক্রান্ত

মনজুরুল ইসলাম নাটোর প্রতিনিধিঃ

নাটোরের লালপুরে তাপমাত্রা হ্রাস পাওয়ায় প্রতিদিন বৃদ্ধি পাচ্ছে ডায়রিয়া আক্রান্ত রোগীর সংখ্যা। এছাড়াও স্বাশকষ্টজনিত বিভিন্ন সমস্যা নিয়ে হাসপাতালের আউটডার হাসপালের ডাক্তার নার্সরা ব্যস্ত রয়েছেন এসব রোগির সেবায়।

গত এক সপ্তাহে প্রায় অর্ধশত ডায়রিয়া রোগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। এসব রোগির মধ্যে অধিকাংশই শিশু। হঠাৎ করে ডায়রিয়া রোগি বৃদ্ধি পাওয়ায় বেডে জায়গা না পাওয়ায় অনেকে মেঝেতে শুয়ে চিকিৎসা নিচ্ছেন।

হাসপাতাল সূত্রে জানাযায়, গত এক সপ্তাহে শীতের তীব্রতা বৃদ্ধিতে ১৫ জানুয়ারী ৩. ১৬ জানুয়ারী ৮, ১৭ জানুয়ারী ৫, ১৮ জানুয়ারী ৮, ১৯ জানুয়ারী ৭, ২০ জানুয়ারী ১০ এবং ২১ জানুয়ারী (দুপুর ২টা পর্যন্ত) ৭ জন ডায়রিয়া রোগি লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছে। এছাড়াও ডায়রিয়ার লক্ষণ অনেকে নিয়ে স্থানীয় বিভিন্ন ক্লিনিক ও বাসাতেই চিকিৎসা নিচ্ছেন বলে জানা গেছে।

ডায়রিয়ার কারণ সম্পর্কে জানতে চাইলে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. সুরুজ্জামান শামীম জানান শিশুদের হাত বিভিন্ন কারণে নোংরা হয়। এই অবস্থায় মুখে হাত দিলে হাতে থাকা জীবানু মুখে গিয়ে পেটে বিষক্রিয়া হয়ে ডায়রিয়া হতে পারে।

ডায়রিয়া এড়াতে করণীয় সম্পর্কে জানতে চাইলে ডা. শামীম বলেন এব্যাপারে পরিবারের বড়দের সজাগ থাকতে হবে। তাদের খেয়াল রাখতে হবে শিশুসহ যেকোন বয়সির কোনভাবেই যেন ঠান্ডা না লাগে। এছাড়াও শিশুসহ পরিবারের ছোট বড় সকলকে সাবান দিয়ে ঘনঘন হাত ধোয়ার পরামর্শ দেন তিনি।

 

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button