নাটোররাজশাহীসংবাদ সারাদেশসারাদেশ

লালপুরে হত্যার ঘটনায় আটক ৬

মনজুরুল ইসলাম নাটোর প্রতিনিধিঃ

নাটোরের লালপুরে ঈশ্বরপাড়া গ্রামে সরকারী খাস দিঘী দখলকে কেন্দ্র করে হত্যার ঘটনায় ৬ জনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। গতকাল শুক্রবার রাতে ওই গ্রামে ডিবি সহ লালপুর থানার পুলিশ পৃথক পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করেন।

আটককৃতরা হলেন, উপজেলার অর্জুনপাড়া গ্রামের খুদা বকশোর ছেলে এরশাদ (৪০), ঈশ্বরপাড়া গ্রামের বক্কারের ছেলে সিদ্দিকী (৫০), একই গ্রামের জসিমের ছেলে মন্টু (৪০), রঞ্জিতের ছেলে রহমান (৫০), শুকুর আলীর ছেলে লুতফুর (৫২), আলাল উদ্দিনের ছেলে সজীব (২২) কে আটক করা হয়। আটককৃতদের আজ শনিবার আদালতে পাঠানো হয়েছে।

ঈশ্বরপাড়া গ্রামে ‌মকলেছ ও সাকাত নামের দুই জনকে বাদশা গ্রুপের লোকজন অতর্কিত হামলা চালিয়ে তাদেরকে কুপিয়ে জখম করে। পরে তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার সময় পথের মধ্যে মকলেছ মারা যায়। এ ঘটনায় শুক্রবার নিহত মকলেছের স্ত্রী মরিয়ম বাদি হয়ে লালপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে বলে জানা গেছে।

বর্তমান ওই এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে। ঈশ্বরপাড়া মোড়ে পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ছাড়া মামলায় অভিযুক্তদের আটকের জন্য ডিবি সহ থানা পুলিশের অভিযান অব্যাহত আছে বলে জানা গেছে।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button