নাটোররাজশাহীসংবাদ সারাদেশ

লালপুরে ভেজাল গুড় ও বিস্কুট বিক্রয়ের অপরাধে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা

মনজুরুল ইসলাম নাটোর প্রতিনিধিঃ

নাটোরের লালপুরে ১২ হাজার ৪৮০ কেজি ভেজাল গুড় ও ১২০ কেজি বিস্কুট সংরক্ষণসহ বিক্রয়ের অপরাধে কারখানা মালিককে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা ও একজনকে ১ মাসের বিনাশ্রম কারাদন্ডর নির্দেশ দিয়েছে ভ্রাম্যমান আদালত।

গতকাল বুধাবার রাতে উপজেলার সদর বাজারে বিস্কুট কারখানায় ও বালিতিতা ইসলামপুর গ্রামে গুড় কারখানায় র‍্যাব ৫ নাটোর সিপিসি ২ এর সদস্যরা সহ লালপুর উপজেলার দায়িত্বপ্রাপ্ত নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাম্মী আক্তার অভিযান চালিয়ে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৩ জনের নিকট থেকে ১লাখ ২০ টাকা জরিমানা আদায় করেন এবং একজনকে ১ মাসের বিনাশ্রম কারাদন্ডের নির্দেশ দেন বলে জানা গেছে ।

এ সময় ১২ হাজার ৪৮০ কেজি ভেজাল গুড়, ১২০ কেজি বিস্কুটসহ ১৫০ কেজি চিনির সেরা সহ ভেজাল গুড় তৈরির অন্য সামগ্রী জব্দ করে ভ্রাম্যমান আদালত।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button