নাটোরসংবাদ সারাদেশ

লালপুরে গুড় ব্যবসায়ীকে ৩ লাখ টাকা জরিমানা

এ জেড সুজন লালপুর প্রতিনিধিঃ

নাটোরের লালপুরে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইনে বাজার তদারকির অভিযানে ভেজাল গুড় তৈরির অপরাধে সাগর হোসেন (৩৪) নামের এক গুড় ব্যবসায়ীকে ৩ লক্ষ টাকা জরিমানা সহ প্রায় ৮৫ মণ ভেজালগুড় তৈরির আলামত ধ্বংস করা হয়েছে।

সোমবার (১৭ অক্টোবর) সকালে র‍্যাব-৫ এর সহযোগিতায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর নাটোর সহকারী পরিচালক মেহেদী হাসান তানভীর এ অভিযান পরিচালনা করেন। 

এ বিষয়ে মেহেদী হাসান তানভীর বলেন, অভিযানে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪২ ও ৪৩ ধারায় খাদ্যপণ্যে নিষিদ্ধ দ্র্রব্য মিশ্রণে ভেজাল গুড় তৈরী, অবৈধ প্রক্রিয়ায় পণ্য উৎপাদন বা প্রক্রিয়া করণের অপরাধে সাগর গুড় ভান্ডারকে মোট ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

তিনি আরো বলেন, এ অভিযানে ৩ হাজার কেজি ভেজালগুড়, ২৮০ কেজি চিটাগুড়, ৬৫ কেজি হাইড্রোসালফেট, ২০ কেজি ফিটকিরি, ১০ কেজি ডালডা, ৫ চুন, ২ কেজি টেক্সটাইল কেমিক্যাল রং ধ্বংস করা হয়। জনস্বার্থে অপদ্রব্য মিশ্রত খাদ্যপণ্য উৎপাদন, মজুদ ও বিক্রয় রোধে এমন অভিযান অব্যাহত থাকবে।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button