নাটোরসংবাদ সারাদেশ

নাটোরে প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

মনজুরুল ইসলাম নাটোর প্রতিনিধিঃ

নাটোরের লালপুরের ছায়া প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের ১২০ জন প্রতিবন্ধী শিক্ষার্থীর মাঝে ঈদসামগ্রী বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার ৪ মে উপজেলার বিলমাড়ীয়া ইউনিয়নের মোহরকয়ায় এলাকার ছায়া প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয় চত্ত্বরে লালপুর উপজেলা নির্বাহী অফিসার ভারপ্রাপ্ত শাম্মী আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক (জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ, ঢাকা) ড. সুমন কুমার পান্ডে। বিশেষ অতিথি ছিলেন, লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি)ফজলুর রহমান।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, লালপুর ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুল মান্নান, মোমিনপুর দাখিল মাদ্রাসার সুপারিনটেনডেন্ট মোকাররেবুর রহমান নাসিম, ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিমানুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। ওই বিদ্যালয়ের প্রধান সিক্ষক সিমানুর রহমান বলেন, আমেরিকার ভার্জিনিয়ার ‘সেভাতে’ কোম্পানীর সিনিয়র কনসালটেন্ট প্রকৌশলী আব্দুল মালেক মিন্টুর অর্থায়নে বিদ্যালয়ের ১২০ জন প্রতিবন্ধী শিক্ষার্থীর মাঝে ৭৯ হাজার টাকার ঈদসামগ্রী বিতরণ করা হয়েছে। এসব সামগ্রীর মধ্যে ছিল- চাউল, ডাউল, সাবান, আটা, চিনি, তেল, সেমাই, দুধ, মসলা এবং মাস্ক।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button