ঢাকাসংবাদ সারাদেশ

সাভারে আরও ৭৫টি পরিবারকে ভূমিসহ আশ্রয়ণ প্রকল্পের ঘর হস্তান্তর


মোঃ নাসমি খাঁন, সাভার প্রতিনিধিঃ

সাভারে আরও ৭৫টি অসহায় পরিবারকে ভূমিসহ প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশ্রয়ণ প্রকল্পের ২ এর ঘর দেওয়া হয়েছে।

সারা দেশে গত (২১ জুলাই) বৃস্পতিবার সকালে দুস্থদের মাঝে গণভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব ঘরের
দলিল হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন করেন। সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মাজহারুল ইসলাম
বলেন,সাভার উপজেলার বিভিন্ন ইউনিয়নে এবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশ্রয়ণ প্রকল্প ২ এর তৃতীয় পর্যায়ে ৭৫ টি গৃহহীন পরিবারকে নতুন ঘরের দলিল হস্তান্তর করা হয় উপজেলা পরিষদের হলরুমে।

বিনামুল্যে ঘর পেয়ে দুস্থ মানুষেরা অনেক খুশি হয়ে হয়ে বাড়ি ফিরে যান।

এসময় ঘরের দলিল হস্তান্তরের সময় স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপ-পরিচালক ও উপ-সচিব আবু জাফর রিপন, সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব,উপজেলা নির্বাহী অফিসার মাজহারুল ইসলামসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button