ঠাকুরগাঁসারাদেশ

ঠাকুরগাঁও মুকুলের মিষ্টি ঘ্রাণে গাছে মৌমাছি

 লিমন সরকার ঠাকুরগাঁও প্রতিনিধিঃ

ঠাকুরগাঁও জেলায় শাখা – প্রশাখায় শােভা পাচ্ছে আমের সােনালী মুকুল । বসন্তের দক্ষিণা হাওয়ায় দোল খাচ্ছে ডালে । যেন প্রকৃতি সেজেছে আমের মুকুলের নােলকে ।

মুকুলের মিষ্টি ঘ্রাণে গাছে মৌমাছির ভিড় । বছর ঘুরে গাছে আমের মুকুল ঋতু বৈচিত্র জানান দিচ্ছে ঋতুরাজ বসন্তের আগমন । অধিকাংশ গাছেই আমের মুকুল , কিছু গাছে । আগাম গুটিও দেখা দিয়েছে । আবহাওয়াগত কারনে ঠাকুরগাঁও আমের খ্যাতি রয়েছে । বাণিজ্যিকভিত্তিক চাষিদের মাঝে আম উৎপাদনের আগ্রহ দিন দিন বাড়ছে । দেখা গেছে , বাগানের আম গাছগুলােতে মুকুলের ভারে নুইয়ে পরছে গাছের শাখা প্রশাখা ।

মুকুলের পরিচর্যা করতে শুরু করেছেন আম চাষিয়া । রােগ – বালাইয়ের হাত থেকে মুকুল রক্ষায় চাষিরা কৃষি অফিসের পরামর্শনিচ্ছেন । ভাল ফলনের আশায় স্প্রে পদ্ধতিতে প্রয়ােগ করছেন বিভিন্ন বালাইনাশক । ঠাকুরগাঁও প্রায় প্রতিটি বাড়িতেই কমবেশি আমগাছ রয়েছে । আবার অনেকে বারাে মাসি আমগাছও লাগিয়েছেন ।

ঠাকুরগাঁও পীরগঞ্জ আনিসুর রহমান বলেন অন্য বছরের তুলনায় এবার গাছে অনেকটা আগাম মুকুল এসেছে । তাই আগে থেকে গাছের পরিচর্যা করতে শুরু করছেন । তবে কয়েক দিন ঘন কুয়াশার কারণে মুকুলের কিছুটা ক্ষতি হয়েছে । বালাই নাশক স্প্রে করে ভাল ফলাফল আশা করছেন ।

 

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button