ঠাকুরগাঁসংবাদ সারাদেশ

ঠাকুরগাঁও আবারো একটি মূর্তিটির আংশিক উদ্ধার করা হয়েছে

 ঠাকুরগাঁও প্রতিনিধিঃ 

ঠাকুরগাঁও রুহিয়ায় ১ দিনের ব্যবধানে আরও ১ টি মূর্তিটি আংশিক উদ্ধার করা হয়েছে । গত শুক্রবার রুহিয়ায় ৭৫ কেজি ওজনের একটি বিষ্ণু মূর্তি উদ্ধার করে রুহিয়া থানা পুলিশ ।

আর তারই ১ দিনের ব্যবধানে একই স্থান থেকে আরও ১ টি মূর্তিটি আংশিক উদ্ধার হয়েছে আজ । শনিবার ( ২০ মার্চ ) রুহিয়া থানাধীন আখানগর ইউনিয়নের ভেলারহাট আশ্রায়ন কেন্দ্রের পাশে লেউটি হাড়ি পুকুর থেকে একটি মূর্তির ২৫ কেজি ওজনের অংশ উদ্ধার করা হয়েছে । স্থানীয়রা জানায় , এই স্থানটিতে এক সময় হিন্দু সম্প্রদায়ের মানুষজন বসবাস ছিল । আর এই পুকুর অনেক দিন আগের । বর্তমানে এ লেউটি হাড়ি পুকুর খনন কাজ চলছে ।

হয়তাে আরও কিছু মূর্তির উদ্ধারের সম্ভবনা রয়েছে । বিষয়টি রুহিয়া থানার অফিসার ইনচার্জ চিত্ত রঞ্জন রায় নিশ্চিত করে বলেন , গতকাল ( শুক্রবার ) লেউটি হাড়ি পুকুর খনন কাজ চলার সময় প্রায় ৭৫ কেজি ওজর্নের একটি মূর্তি পাথর উদ্ধার করা হয়েছে । সেই সাথে আজও ( শনিবার ) খননে সময় সন্ধ্যা ৬ টা ৪৫ মিনিটে একই স্থান থেকে মূর্তি ২৫কেজি পাথরের প্রায় ওজনের অংশ উদ্ধার করা হয়েছে।

 

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button