ঠাকুরগাঁসংবাদ সারাদেশ

ঠাকুরগাঁওয়ে সরকারি ঘর পাচ্ছেন ২২৯৬ টি পরিবার

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ

দ্বিতীয় ধাপে ঠাকুরগাঁওয়ে সরকারি ঘর পাচ্ছেন ২২৯৬ টি গৃহহীন পরিবার । আগামী ২০ জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা জেলায় দ্বিতীয় পর্যায়ে নির্মিত ১৮০৫ টি ঘরের উদ্বোধন করবেন ।

আজ শুক্রবার (১৮ জুন) জেলা প্রশাসকের আয়ােজনে জেলা প্রশাসক হলরুমে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানাে হয় । জেলা প্রশাসকের তথ্য মতে দ্বিতীয় ধাপে ঠাকুরগাঁও জেলায় বরাদ্ধপ্রাপ্ত গৃহের সংখ্যা ২২৯৬ টি । এর মধ্যে সদর উপজেলায় ৩০০ টি , পীরগঞ্জ উপজেলায় ৫০০ টি , রানীশংকৈল উপজেলায় ২৯৬ টি , বালিয়াডাঙ্গী উপজেলায় ৮০০ টি ও হরিপুর উপজেলায় ৪০০ টি ।

আগামী ২০ তারিখ প্রধানমন্ত্রী শেখ হাসিনা জেলায় ১৮০৫ টি ঘরের উদ্বোধন করবেন । এর মধ্যে ঘর নির্মান শেষ হওয়ায় সদর উপজেলায় ১০০ টি , পীরগঞ্জ উপজেলায় ৪৮০ টি , রানীশংকৈল উপজেলায় ২৭৫ টি , বালিয়াডাঙ্গী উপজেলায় ৫০০ টি ও হরিপুর উপজেলায় ৪০০ টি ঘর উদ্বোধন করবেন । এর আগে প্রথম পর্যায়ে জেলায় ২০০৩ টি ঘরের কাগজপত্র ও ঘর সুবিধা ভােগীদের মাঝে হস্তান্তর করা হয় ।

জেলা প্রশাসক ড . কে এম কামরুজ্জামান সেলিমের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক নূর কুতুবুল আলম , অতিরিক্তি জেলা প্রশাসক (রাজস্ব) কামরুন নাহান , সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রামকৃষ্ণ বর্মন, সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাকসুদা আক্তার মাসু , সহকারি ভূমি কমিশনার (সদর) কামরুল হাসান সােহাগ , ঠাকুরগাঁও প্রেসক্লাবের সহ সাধারণ সম্পাদক ফিরােজ আমিন সরকার , ক্রিড়া সম্পাদক আসাদুজ্জামান শামীম , যমুনা টিভির পার্থ সারথী দাস , ডিবিসি নিউজের নবীন হাসান , সাংবাদিক শাহ মাে : নাজমুল ইসলাম, বিধান চন্দ্র দাস প্রমূখ ।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button