সংবাদ সারাদেশ

সকালে ভাই, বিকেলে বোনের মৃত্যু

সংবাদ চলমান ডেস্কঃ

কোমলপানীয় পান করে ভাই-বোনের মৃত্যু হয়েছে। গতকাল রবিবার সকালে ও বিকেলে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তারা।

মৃতরা হলেন-মাগুরার মহম্মদপুর উপজেলার বিনোদপুর গ্রামের আরজু মোল্যার ছেলে শিমুল মোল্যা ও মেয়ে আফরিন সুলতানা। শিমুল বিনোদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র ও আফরিন বিনোদপুর কলেজের একাদশ শ্রেণির ছাত্রী ছিলেন।

শিমুল ও আফরিনের মা শ্যামলী খাতুন বলেন, রাতে ডিম দিয়ে ভাত খেয়ে ছেলে-মেয়ে ঘুমিয়ে পড়ে। রোববার ভোরে তাদের পেটে ব্যথা শুরু হয়। এরপর দুইজনকে মাগুরা সদর হাসপাতলে ভর্তি করা হয়। সেখানে সকালে চিকিৎসাধীন অবস্থায় শিমুল মারা যায়।

শ্যামলী খাতুন আরো বলেন, মেয়ে আফরিনকে চিকিৎসকরা ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। বিকেলে চিকিৎসাধীন অবস্থায় তারও মৃত্যু হয়।

মাগুরা সদর হাসপাতাল সূত্রে জানা গেছে, বিষাক্ত কোমলপানীয় পানে অসুস্থ অবস্থায় শিমুল মোল্যা ও আফরিনকে রোববার ভোরে হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় সকালে শিমুলের মৃত্যু হয়। পরে আফরিনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ময়নাতদন্তের রিপোর্ট পেলে ভাই-বোনের মৃত্যুর আসল কারণ জানা যাবে বলে জানিয়েছেন মহম্মদপুর থানার ওসি তারক নাথ বিশ্বাস। তিনি বলেন, এরইমধ্যে এ ঘটনায় মামলা হয়েছে বলে জানিয়েছেন।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button