ঠাকুরগাঁসংবাদ সারাদেশ

অভিনব কায়দায় স্প্রে ছিটিয়ে ২ বাড়ীতে দুধর্ষ চুরি

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ

ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলায় ঘুমের মধ্যে স্প্রে ছিটিয়ে বেহুশ করে অভিনব কায়দায় একই দিনে দুটি পৃথক বাড়ীতে চুরির ঘটনা ঘটেছে।

এছাড়াও আরও দুটো বাড়ীর লোকজন স্প্রেতে ছিটানোর ঔষধের প্রভাবে বৃহস্পতিবার (২৫ মার্চ ) দুপুর পর্যন্ত ঘুমাচ্ছেন। এ ঘটনা এলাকায় আতঙ্ক শুরু হয়েছে। বুধবার গভীর রাতে বড়বাড়ী ইউনিয়নের রুপগঞ্জ গ্রামে খাদেমুল ইসলামের মাস্টারের বাড়ী ও দুওসুও ইউনিয়নের ঢেকনাপাড়া গ্রামে অবসর বিজিবি’র সদস্য আইয়ুব আলীর বাড়ীতে দুধর্ষ চুরি হয়েছে। খাদেমুল মাস্টার জানান, বুধবার দুপুরের পর থেকে পরিবারের সকলের ঘুম ঘুম ভাব শুরু হয়। রাতে এমন ভাবে ঘুমিয়েছি কেউ টের পায়নি।

জানালার গ্রিল কাটা দেখে প্রতিবেশীরা এসে ডেকে তাদেরকে ঘুম থেকে তুলেছে। তিনি আরও জানান, গত রাতে নগদ ২ লক্ষ টাকা, স্বর্ণালংকারসহ প্রায় ৬ লাখ টাকার মালামাল নিয়ে গেছে চোরেরা। রুপগঞ্জ গ্রামের জাহাঙ্গীর আলম জানান, খাদেমুল মাস্টারের বাড়ীসহ আরও ২টি বাড়ীর লোকজনের অবস্থা এক। ওই দুটি পরিবারের অনেকেই ঘুমাচ্ছেন দুপুর পর্যন্ত। যারা ঘুম থেকে উঠেছেন, তাদের কথা-বার্তা অস্বাভাবিক।

এ ঘটনার পর থেকে এলাকায় আতঙ্ক শুরু হয়েছে। দুওসুও ইউনিয়নের অবসর বিজিবি’র সদস্য আইয়ুব আলী জানান, একই কায়দায় চুরি হয়েছে তাদের বাড়িতেও। নগদ ১৪ হাজার টাকা, স্বর্ণালংকার, বাইসাইকেলসহ ৫ লাখ টাকা চুরি করে নিয়ে গেছে চোরেরা। ঢেকনাপাড়া গ্রামের জুলফিকার আলী জানান, চুরির ঘটনার পর এলাকার মানুষের সময় ভীতিকর পরিস্থিতি শুরু হয়েছে।

অজ্ঞান করে চুরির ঘটনার সুষ্ঠু তদন্তের পাশাপাশি চোরদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছে এলাকাবাসী। বৃহস্পতিবার সকাল ১১টায় পৃথক দুটি ঘটনাস্থল পরিদর্শন করেছেন বালিয়াডাঙ্গী থানার ওসি হাবিবুল হক প্রধান ও তদন্ত কমকর্তা আব্দুস সবুর। তারা জানান, ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button