জাতীয়

দেশের মানুষ শান্তিতে বসবাস করছে: আইজিপি

সংবাদ চলমান ডেস্ক: পুলিশের মহা-পরিদর্শক (আইজিপি) জাবেদ পাটোয়ারি বলেছেন, পুলিশের কল্যাণে দেশের মানুষ আজ শান্তিতে বসবাস করছেন। পুলিশ বাহিনীকে একটি আধুনিক বাহিনী গড়ার চেষ্টা চলছে।

শুক্রবার সাভারের জোরপুল এলাকার লাজ পল্লীতে যশোর জেলার উদ্যোগে আয়োজিত বিজয় উৎসবে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন। আইজিপি বলেন, পুলিশ বাহিনীকে আধুনিক করার জন্য আমরা প্রতিনিয়ত চেষ্টা চালিয়ে যাচ্ছি, এটি একটি নিরন্তর প্রক্রিয়া। প্রতিবছরই আমরা এই প্রক্রিয়ায় জনবল বৃদ্ধিসহ বিভিন্ন বিষয় রয়েছে।

এছাড়া সক্ষমতা বৃদ্ধি, মানসিকতার পরিবর্তনসহ সবকিছু মিলিয়ে আধুনিক একটি বাহিনী গড়ার জন্য প্রতিনিয়ত চেষ্টা চালিয়ে যাচ্ছি।

তিনি বলেন, পুলিশ বাহিনীতে আরো জনবল বৃদ্ধির কারণে সন্ত্রাস ও জঙ্গি দমনে পুলিশের ব্যাপক সাফল্য এসেছে। আর এ কারণে দেশের মানুষ এখন সুখে শান্তিতে বসবাস করছে। তারা অত্যন্ত দক্ষতার সঙ্গে জনগণের জানমালের নিরাপত্তা দিয়ে আসছে।

এ সময় ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমানসহ যশোর জেলা কল্যাণ সমিতির উদ্ধর্তন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
Close
Back to top button