জাতীয়

চাঁপাইনবাবগঞ্জ সোনামসজিদ বন্দরে করোনা ভাইরাস পরীক্ষা শুরু

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:  চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জের সোনামসজিদ স্থল বন্দর ও ইমিগ্রেশনে চীনা করোনা ভাইরাস পরীক্ষার কাজ মঙ্গলবার দুপুরের থেকে শুরু করা হয়। এজন্য তিন সদস্য বিশিষ্ট একটি মেডিকেল টিম গঠন করা হয়েছে।

বুধবার পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত কোন রোগী পাওয়া যায়নি বলে জানান মেডিকেল টিমের প্রধান উপজেলার মোবারকপুর ইউনিয়নের নামোটিকরী উপস্বাস্থ্য কেন্দ্রের মেডিকেল অফিসার ডা: মো: তসিকুল ইসলাম।

তিনি বলেন, সরকারের নির্দেশে দেশের দ্বিতীয় বৃহত্তম সোনামসজিদ স্থল বন্দর দিয়ে ভারত থেকে আসা সকল যাত্রীকে প্রাথমিকভাবে পরীক্ষা করা হচ্ছে। ভারত থেকে আসা যাত্রীদের মেডিকেল কেন্দ্রে আসতে বাধ্য করা হয়েছে এবং তাদেরকে মৌখিকভাবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

তিনি বলেন, করোনা ভাইরাস পরীক্ষা করার জন্য উপযুক্ত যন্ত্র না থাকায় ভাইরাসের লক্ষণগুলো নিজের অভিজ্ঞতায় প্রাথমিকভাবে পরীক্ষা করা হচ্ছে। তবে এ পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত কোন রোগী পাওয়া যায়নি। তবে কোন যাত্রীর দেহে করোনা ভাইরাসের কোন লক্ষণ পেলে তাৎক্ষণিকভাবে হাসপাতালে পাঠানো হবে।

উল্লেখ্য, দেশের দ্বিতীয় বৃহত্তম সোনামসজিদ স্থল বন্দর দিয়ে প্রতিদিন গড়ে কমপক্ষে ২৫০ জন পাসপোর্টধারী ও ৫শ জন ট্রাক চালক ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করে।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button