চাপাই নবাবগঞ্জচাপাইনবাবগঞ্জপাবনারাজশাহীরাজশাহী সংবাদরাজশাহী সংবাদ

রাজশাহীতে করোনা উপসর্গে মৃত্যু ৪ জন

নিজস্ব প্রতিবেদকঃ

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে ৪ জনের মৃত্যু হয়েছে। তারা সবাই উপসর্গ নিয়ে মারা গেছেন।

রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘণ্টায় করোনা ইউনিটে শুধু উপসর্গেই ৪ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে রাজশাহীর ২ জন, চাঁপাইনবাবগঞ্জের ১ জন ও পাবনার ১ জন ছিলেন। তাদের মধ্যে ৩ জন পুরুষ ও ১ জন নারী ছিলেন। মৃতদের পরিবারকে স্বাস্থ্যবিধি মেনে দাফন করার নির্দেশনা দেওয়া হয়েছে।

রামেকে গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হয়েছেন ১৫ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮ জন। সন্দেহভাজন রোগীর সংখ্যা ৪২ জন, করোনা আক্রান্ত ১১ জন ও উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ১৯ জন।

গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালের পিসিআর মেশিনে ৫৩ টি নমুনা পরীক্ষায় ৭ জন করোনা শনাক্ত হয়েছেন। অন্যদিকে মেডিকেল কলেজের পিসিআর মেশিনে ২৭৬ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছেন ৮ জন। পরীক্ষা বিবেচনায় রাজশাহীতে শনাক্তের হার ৪ দশমিক ৯৫ শতাংশ।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button