চাপাই নবাবগঞ্জসংবাদ সারাদেশ

চাঁপাইনবাবগঞ্জে হত্যা মামলায় ১ জনের মৃত্যুদণ্ড, ৪ জনের যাবজ্জীবন

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে গরু ব্যবসায়ী বুলু মিয়া হত্যা মামলায় রাফিকুল ইসলাম (৩৭) নামে এক জনের মৃত্যুদণ্ড ও চার জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তদের ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়।

আজ মঙ্গলবার দুপুরে অতিরিক্ত জেলা দায়রা জজ মো. রবিউল ইসলাম এ রায় ঘোষণা করেন। এ মামলায় আরো পাঁচ আসামিকে বেকসুর খালাস দিয়েছেন আদালত। মৃত্যুদণ্ডপ্রাপ্ত রাফিকুল ভোলাহাট উপজেলার হাউসপুর গ্রামের আফজাল হোসেনের ছেলে।

যাবজ্জীবনপ্রাপ্ত আসামিরা হলেন- ভোলাহাট উপজেলার হাউপুরের আব্দুস সবুর, একই গ্রামের কারিমুল, কাউন্সিলর মোড়ের বাচ্চু মিয়া ও পুরাতন হাঁসপুকুর ধনিয়াপাড়ার এরফান আলী। রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. রবিউল ইসলাম।

মামলা সূত্রে জানা গেছে, গরু বিক্রির টাকা লেনদেনকে কেন্দ্র করে আসামিরা ২০১৭ সালের ২৫ জুলাই দুপুরে একটি আমবাগানে বুলু মিয়াকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেন। ঘটনার দিনই নিহতের স্ত্রী সমিজা বেগম বাদী হয়ে ১০ বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।

পরে জেলা ডিবি পুলিশের ওসি মাহবুব আলম ২০১৮ সালের ২৮ ফেব্রুয়ারি ৯ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দেন। ১৮ জনের সাক্ষ্যগ্রহণ শেষে মঙ্গলবার এ রায় দেন আদালত।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button